লেখক – লাবিব মাহফুজ চিশতী
1.
আধার যেমন লুকায় ধরার সকল
রাত লুকায়ে রাখে দিনের জ্যোতি,
মহৎপ্রাণ সেই, যে এমনি ভাবে
সকলের দোষ রাখে লুকায়ে অতি।
2.
জগতের অদৃশ্য সকল অন্তরালের ধন
সকল স্থানে সুপ্ত সন্তর্পনে,
হৃদয়ে জ্বলে যদি আলোর বাতি
সে আলো খুঁজে পায়, সে সুপ্তধনে।
3.
হে পথিক, চলো পথ, আলোর পানে
সকল বন্ধন ত্যাজি, দ্রুত গামী রথে,
সুন্দর সেতো রয়, আপনাতে আপনায়
অনন্ত যাত্রা করো শুরু, সেই পথে।
4.
সামান্য এ জীবন তোমার আধেক নিঃশ্বাস
দ্রুতই হইবে বিলীন মহাকাল স্রোতে,
ক্ষুদ্র এ জীবনে ভালোবাসা ছাড়া
নাহি যেনো ভিন্ স্রোতে এ প্রাণ মাতে।
5.
চাইনা তারে যে আসেনি প্রাণে
নাচেনি আমার মরণ সভায়,
হৃদয় পদ্মে মোর পদচিহ্ন যে আঁকে
সেই আমার আপন এ ধরায়।
6.
আপনও গতিতে চলো আপনও পথে
সংস্কার সকলের পারায়ে দ্রুত,
আপন অন্তরে খুঁজো আপনার ধন
তবেই প্রকাশিবে তার স্বরূপ মাহাত্ম্য।
7.
শাহরগ হতেও সে যে নিকট তোমার
অন্তরে করিছে বাস হয়ে অন্তর্যামী,
আপনাতে আছে মিশে আপন হয়ে
জ্ঞান আঁখিতে দেখো সেই জগৎস্বামী।
8.
হৃদয়ে স্থিত সব কলুষ ধারা
যে সুধা বারি স্রোতে হয়গো নির্মল,
এ বারি স্রোত জানিও পরিশুদ্ধ পথ
প্রভূর জ্যোতিতে রয় এ পথ উজ্জল।
9.
প্রেমিক হৃদয়ে রয় প্রেমময় প্রভূ
প্রেমরূপ পথ ধরো যেতে প্রভু সন্নিধানে,
দেহমন নফি করে এসবাত করো প্রাণ বন্ধুরে
তবেই জাগিবে দয়াল হৃদয় কাননে।
10.
যে গুপ্তধন রহিয়াছে লুকায়ে হৃদয়ে
তাহারে পাইতে আসো প্রাণের মত্ততায়,
জড় বন্ধন চ্ছিন্ন করি, আসো হে পথিক
পাইবে একান্তে তারে, হৃদয়ে, প্রাণময়।
লেখক – লাবিব মাহফুজ চিশতী