লেখক – লাবিব মাহফুজ চিশতী
1.
কোথা লুকালে হে নাথ
এ প্রাণ করে চুরি,
কোন দুর’বনে আর খুঁজিবো তোমায়
হারানো মোর পরাণ ছাড়ি!
2.
রেখ দাসেরে, চরণও বাসরে
কৃপাসুন্দর, করুণা করিয়া –
এতো পাগলিনী মন, কাঁদে অনুক্ষণ
চরণও শরণ; প্রাণেতে চাহিয়া।
3.
শুনেছি আমি কালামে পরোয়ারে
বলেছে খোদা, সৃষ্টি বান্দা তরে,
পাতিয়াছি আমি আমারি সিংহাসন
প্রেমময় প্রেমিকের শুদ্ধ অন্তরে।
4.
অনন্ত উপাস্যের উপাসনা হেতু
ছুটিয়া চলিছো কোন অন্ধ গহ্বরে!
অটলে বসিয়া জীব, নয়ন খুলিয়া দেখো
খোদা সে তো রহিয়াছে, মানবের অন্তরে।
5.
দূর্বিনীত যে আকাঙ্খা মোর আকুল পরাণে
শতধা অসম কৃত্ত হতে ফিরায়ে মন, তোমারী ধ্যানে,
তোমারী রূপে, তোমারী গুণে, ভুলিয়া জগৎময়
আসিতে চাতে ছুটিয়া বাহিরে, ফেলিয়া অন্তরায়।
6.
আপনার প্রাণে আপন মহান
হে অনন্ত সাঁই নিরাঞ্জন
বিপদ ভূঞ্জন হে পতিত পাবন,
তব করুণা দুয়ারে দাড়ায়ে অক্ষম
বিছায়ে তব পদতলে মোর মত্ত মরম
চাহে সিদ্ধ প্রাণ!
গতি তুমি অগতির করো বাসনা পূরণ
হে চির উন্নত মহীয়ান।
7.
আত্মত্যাগেই উন্মেষ হবে আত্মপরিচয়
ইনছানিয়াত কায়েম হবে, মূর্ত প্রেমোময়।
অনিত্য নশ্বর এ ধরা, আমিত্বের কলুষে
দুনিয়ার মাখলুক জীবনে বাঁধে মায়া পাশে!
চির স্বাধীন, চির সত্য, লা মউতের নায়
আত্মত্যাগেই দেখবি খোদা নয়ন সম্মুখে রয়।
8.
দীর্ঘ নিরবতার হেতু জানিতে
শুধাবোনা কিছু তব তরে,
চাহিবো শুধু অনন্ত গগণে
দেখিতে তব মুখ নিখিল দুয়ারে।
এ দেখার হবে না অবসান
সদা তব আঁখিপাতে চাহিয়া নিরলে
সদানন্দ প্রেমোসুধা পিয়ে এ আমি
আঁখিদ্বয় করিবো শীতল, প্রেমভাব জলে!
9.
প্রিয় স্বরূপে প্রিয় হৃদয়ে আসো
নাচিয়া মিটাও মোর আকুল পিয়াস।
কদম ডালে প্রিয় বাজাইও বাঁশি
বাঁশি শুনে বারে বারে, যেনো ছুটে আসি।
তব প্রেম পসরায় যেনো পড়ি ঝাপাইয়া
পতঙ্গ যেমন প্রদীপে, মরেগো পুড়িয়া।
10.
আজি চ্ছিন্ন করিয়া সকল বন্ধন শিকল
দেখিলাম অবিরল, মূর্ত ধরায়,
অশান্ত হৃদয় মাঝে, স্বর্ণ সিক্ত গোধূলী সাঝে
আপনও মোহন মূরতী হেথায়।
লেখক – লাবিব মাহফুজ চিশতী