লেখক – লাবিব মাহফুজ চিশতী
1.
ত্যাজিয়া আধার আজি
নিত্য মুক্তির সন্ধানে,
অপলক নয়নে চাহিলাম প্রিয়
অপরুপ তব আঁখিরও পানে।
2.
অশান্ত হৃদয়ে উন্মাদ বীণা সুরে
বারে বারে বাজে সদা তব নাম খানি,
শ্রী মুখও খানি তব অপরুপ ও সুন্দর
মর্ত্যে ধুলায় আনে স্বর্গ যে টানি।
3.
অন্তরতম হে অন্তরে বসি
অনন্ত রুপ দাও দরশন,
হেরিব সে রূপ বলে আকুল তিয়াসা
আকুন্ঠ মগনও মোর প্রাণ।
4.
স্বরণে তোমার আবাস গড়ে
অনুভূতির ঐ কল্প ডোরে
স্বপন রাজ্যের এ পথ চলায়,
নিরন্তর মোর বন্দী হিয়া
তোমার হৃদয় পরশিয়া
অনন্তে তার রঙ ছায়া এঁকে যায়।
5.
হৃদয় ক্ষরা রক্ত সুধা
পান করে মোর দীপ্ত প্রাণ,
বিষজ্বালা এ ত্যাক্ত সুরে
ঘরছাড়া মোর মান অভিমান।
6.
নিশির অধরা প্রহরে প্রহরে
স্বরণে মোর অন্তরে অন্তরে
ব্যাথাদীর্ণ প্রতিটি অণুরননে –
কম্পিত অনুভবের প্রতিটি জানালা
অনন্ত চিন্ময়, উন্মাদনার ভীড়ে।
7.
হিয়াতে জড়াতে তব হিয়াখানি
চঞ্চল ও মনে, লহিলে পর্দা টানি
আমার হিয়ার রূপের আলোয়
গঠিলে তোমার তন!
আমার রূপে রূপহীন তুমি
পেলে আশ্রয়, প্রাণের বাধন।
8.
যেদিন এ প্রাণ বিদায় নেবে
অস্তপারের সন্ধ্যাতারায়
অভিমানী নিরব সুরে
ডাকবে তোমায় জোৎস্না ধারায়।
শুনবে কিগো বাঁধন ছাড়া জীবন হারা
হারিয়ে যাওয়া নিত্য সুর
হতভাগীর নয়ন আলোয়
বাঁধবে কি ঐ হৃদয় পুর?
9.
হে অনন্ত প্রাণ
এ মোর আহ্বান
এসো এসো, পাইতে আবার
মুক্ত স্বাধীন, বাধা বন্ধনহীন
এক অনিন্দ্য সুখের, সাধের জীবন।
10.
এসেছিলে প্রিয় ঘুমঘোরে মোর
হেসেছিলে স্বপনে, হে চিতচোর,
পারিনি রাখিতে ধরিয়া তোমারে
লুকাইলে কেনো, না হতেই ভোর।
লেখক – লাবিব মাহফুজ চিশতী