লেখক – লাবিব মাহফুজ চিশতী
1.
দূর গগনের নিগঢ় ভেদী, দীপ্ত তিয়াস হৃদয়ের
দেখি যেনো নিকট স্বপন, ধরায় যে ধন মূর্ত মোর।
চাইনা কভূ দূরের সে সুর, বাজে যাহা ক্ষীণ অতি
বাজুক সদায় প্রাণে আমার, আপন ছন্দ স্ব-মহিমার।
2.
আজ কেহ নাই পথের সাথী
সামনে শুধু নিবিড় রাতি
যারে দূরের মানুষ ডাক দিয়াছে
রাখবে কে আর বাধন পাশে –
তাই অভিমান স্পষ্ট সুরে
বারে বারে ফিরে আসে।
3.
কেমন করে তোমায় রাখিবো দূরে
তমসানীড়ে গো মোর জাগ্রত প্রাণ,
তাইতো বারে বারে, ও রাঙা চরণ ধরে
রাখিলাম হৃদয়ে তোমায় পাতিয়া আসন।
4.
জাগুক এ প্রাণে সত্য আমার
সংশয়ের হোক অবসান,
দুলিয়া উঠুক এ রণ তরী মাঝে
প্রলয় চিহ্ন ধারী, তব রাঙা নিশান।
5.
এ বুকে তব প্রেম শিখা
দাউ দাউ করে জ্বলছে,
স্বরণে তব মরমে আমার
আঁখিপাতে ঐ রূপ ভাসছে।
6.
কি করে সহিবো বিরহ তাহার
পরাণ যখন নিমেষে ভূলে,
কি করে গো আর রহিবো দূরে
হৃদয় যখন বেধেছি আঁচলে।
7.
মন সাজিবে গো আজ, এ রঙে প্রভু
তোমারী রূপের এক পসরায়,
সকলের কানে কানে গেয়ে যাবে গান তুমি
একই সুরে, একই ছন্দে, প্রাণের ভাষায়।
8.
তব শান্তির রূপ দেখিয়াছি আমি
প্রলয়ের রূপ চাহিনা আর,
এমন করে প্রভু প্রেম দিও মোরে
পারিবো না সহিতে দুঃখের ভার।
9.
তোমারি রূপ খুঁজি আমি
দ্বিগ্বলয়ের নিখিল ব্যাপী,
যে রূপ শিখা উর্ধ্বে ধরার
মর্মে মর্মে উঠে ছাপি।
10.
এতো প্রভু প্রেম, সারা নিশি জেগে
আঁখিজলে লেখা তার গান,
এতো চিরজনমের পাওয়া, জনমে জনমে
অমৃত কুঞ্জে বেঁধে রাখা প্রাণ।
লেখক – লাবিব মাহফুজ চিশতী