লেখক – লাবিব মাহফুজ চিশতী
1.
যে পুরাতন আদী সনাতন সার
কষিছে বসিয়া আজো ধরার শুমার।
নিত্য দিব্য, অনন্ত মহাকাল
সৃষ্টি প্রলয়, স্থির চঞ্চল –
অনন্ত বিভূতির মহৎ কৃপাধার
হে প্রশান্ত, এ তোমারী, কিঞ্চিৎ সুধা সার।
2.
আজ শক্তিমদে আত্মহারা
মানব তরে এ গান মোর,
হে বিজয়ী, তোর পথের ধুলায়
বাসুমতির জীবন ভোর।
3.
আজ অমানিশায় সংকট সাহারায়
পথের দিশা দিলো ফোরাতের কূল
উৎসর্গের ব্যাথাপাশ, জীবন বলির কষ্টশ্বাস
রাঙা খুন তাজা রবি, গাহিবে মুক্তি বোল।
4.
আমারি রূপের প্রদীপ মাঝে
পতঙ্গ তুমি ত্যাজিয়া আপন,
ছুটিয়া আসিলে নবদ্বার ভেদী
আমারি পরাণে লইতে আসন।
5.
আমি কি তোমার প্রেম পিয়াসী?
তুমিই তো চাতক স্বর্গের দাসী,
ভালোবাসাবাসি, তোমারই স্বপন
লইতে শরণ, প্রাণে বসিলে আসি।
6.
এক বাসাতে দুটি পাখি
রহে কত মাখামাখি,
এক হৃদয়ের তলে থাকি
কত জন্মের ব্যাবধান –
কবে তারে পাবো সখি,
বাঁচেনা যে প্রাণ।
7.
আমি লুকিয়েছি প্রভু রূপেতে তোমার
তুমিও বিরাজিছ, ভেতরে আমার!
তুমি আমার, আমি তোমার, অখন্ড এক সত্ত্বায়
মাখামাখি, চিরদিনের, চিরকালের, ভালোবাসার।
8.
এ পথ সুন্দরের, অনন্তের, শান্তির
আশার মশাল জ্বালি চলিছে চিরকাল,
যেই হও তুমি, পাপী-পথহীনা
চিরমুক্তির এ কাফেলায় হওগো শামিল।
9.
মেলিয়া নয়নও চাহিয়া দেখি
ও আঁখিদ্বয়, মোর পানে, রহিছে জাগিয়া,
তৃষিত মোর আঁখির বাসরে
রহিয়াছে রাজাধিরাজ, অপলক চাহিয়া।
10.
তোরে দেখিলাম, তোরে চিনিলাম
তোর নয়নে, পাইলাম জীবন সুধা,
ভালোবাসিলাম, তোরে এ প্রাণ সঁপিলাম
চরণে নিরবধী, রহিলাম বাঁধা।
লেখক – লাবিব মাহফুজ চিশতী