লেখক – লাবিব মাহফুজ চিশতী
1.
আনন্দ আজ সিক্ত প্রাণে
রিক্ত পথে ধুলায় মেশে,
তবু জীবন দূর অনন্তে
কোন সে সুখে যাচ্ছে ভেসে।
2.
অনাগত কালের সুরের সুধায়
আজিকে এ মন হরষিত,
উঠিছে ফুটিয়া মোর নয়নও কোনে
আনন্দ অশ্রু অবিরত।
3.
বাঁধ ভাঙা মোর বানের স্রোতে
যাচ্ছে ভেসে সিক্ত প্রাণ,
সুদূর বনের দিগন্ত পথে
হাতছানি দেয় পলাশ কাঞ্চন।
4.
তব আশীষ সুধা শীরে মাখা মোর
আমি যতই হই ভাগ্যাহত,
অদিষ্ট মোর তোমার ইশারায়
আমারি কল্যাণে চলিছে অবিরত।
5.
যে ডালেতেই বসো তুমি, যে তানেই গাও গান
প্রাণের বাধন স্বরে-সুরে, আমারী রূপ বর্তমান।
6.
অনিন্দ্য এ প্রেমের খেলা
মানব লীলায় বিরাজিত,
স্বরূপ ধামে স্বয়ংপ্রেমে
হৃদ অভিসার বিমোহিত।
7.
বুকে তোমায় চাইনা কভূ
থাকো আমার চোখের জলে,
দৃষ্টিপথে নাইবা পেলাম
থাকো আমার হিয়ার তলে।
8.
আজকে করুণ মরম স্রোতে
কাঁদিতে দাও, দাও কাঁদিতে
এ মোর প্রাণের বিষাদিত তান, নিদারুণ মর্মজ্বালা-
বুকের ব্যাথা চোখের জলে
প্রাণের বাধন মুখের বোলে
যায়না বলা, যায়না বলা।
9.
অন্তরেতে আছো তুমি মোর
তাইতো অন্তরালে বাধি আমি ঘর,
বিরহ মধুর শূন্য গুহা মাঝে
গোপন সুরেই, কাটুক জীবন ভোর!
10.
সে যে মোর হৃদয়ের ধন
শত জনমের চাওয়া শেষে,
পাওয়া সে আপন জন।
সে আমার আপনের আপন।
সে আমার বন্ধন, মুক্তির জাগরণ
জীবনের আলোক প্রভাত –
প্রাণেতে সতত সে, রহিছে অবিরত
ও রাতুল চরণ মোর, সহায় স্বরণ।
লেখক – লাবিব মাহফুজ চিশতী