অনুকাব্য – হে মোর ভগবান

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1.
আমি সকল ছেড়ে শুধু তোমার
চরণখানি সার করেছি,
সকল ভুলে তোমার পানে
দীপ্তলোকে পথ চলেছি।

2.
হে মোর ভগবান
তব প্রেমও রূপ শিখা জ্বালো মম প্রাণে
মোরে নিত্য পরশ করো দান।
হে দয়াময়, মহীয়ান।

3.
হে পরমতমস্ত প্রেমময়
তব মহাপ্রেম সুধা, করো মোরে দান
আমার বানাও প্রেমিক এ ধরায়।
তব শ্রীচরণও ছোঁয়া দিয়ে প্রভু মোরে
করো নিত্যময়।
হে প্রভু, প্রেমোময়।

4.
যতদূর দেখা যায় দুচোখে মম
ততদূর তোমারেই হেরী প্রিয়তম।
ঐ রূপ বিনা নয়নে মোর, কিছু না আসে
ধ্যানে বা জাগরণে, প্রাণে শ্রীরূপ ভাসে।
ঐ রূপ নয়নে রাজে, নয়ন প্রদীপ সম
হে প্রাণময়, প্রাণেশ্বর, নমঃ নমঃ

5.
যে পাখি মোর মন পিঞ্জরে
সদায় বসত করে,
না চিনে সেই সোনার ময়না
আছি ভ্রমে পড়ে।
চিনতাম যদি সোনার খাঁচায়
সাধের পরাণ পাখি
তবেই পেতাম আমি আমার দেখা
খুলতো দিব্য আঁখি।

6.
বৃন্দাবনে বাজে বাঁশি
রাধারও নাম ধরে,
শ্যামের প্রেমে মন বাঁধা যার
সেই মজে সে সুরে।

7.
আমি ভিখারী প্রভু তব করুণার
চেয়ে আছি প্রতিক্ষণে, তব পথধার
তব আশীষ ধারায়
সিক্ত করিও নিতি, এ প্রাণ আমার।

8.
মহাকালের পথ ধরে তুমি আর আমি
হেটে যাবো নিশিদিন,
রেখে যাবো মোদের পদচিহ্ন খানি
পথে পথে অমলিন।

9.
ভক্ত তোমার আকুল বেশে
তোমায় লয়ে জলে ভাসে,
মাঝি হয়ে তরী লয়ে, আসো ত্বরাইতে আমায়
অকূলেরও কূল গো দয়াল, বাঁচাও পারঘাটায়।

10.
ব্যাথা বিষে আজ নীলকন্ঠ আমি
পান করে তব প্রেম হলাহল,
প্রেম তরে এ দহন, যেনো নিয়ত বাড়ে
যেনো চিরকাল পাই তব পদছায়াতল।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর