লাবিব মাহফুজ
আছে পঞ্চশক্তি একাকারে
মানব অজুদ ঘিরিয়া –
খোদার হাস্তি হইলো পাক পাঞ্জাতন
দেখো সাবেত করিয়া।
ছিলে শক্তিরূপে গঞ্জজাতে, পুশিদাতে গোপনে,
তথা হইতে এস্কের জোশে, আসিলে এই এমকানে।
জহুর হলে পঞ্চস্তরে, পাক পাঞ্জাতন নামটি ধরে
প্রকাশিলে মক্কার ঘরে, পঞ্চরূপে মিশিয়া।
নূর শহুদ আর এলেম অজুদ, চার এতবারে নিরঞ্জন,
হা হে হু ধ্বনি তুলে, প্রকাশিলে গুপ্তধন।
ওয়াজেবল প্রকাশ হলো, এমকানি সুরত ধরিল
আরশে কায়া গঠিল, জমিনে পড়লো ছায়া।
গুপ্ত হতে পঞ্চশক্তি সপ্তনূরে নূরানি
হু হুংকারে সপ্তসুরে, সে রূপ হলো এমকানি।
লাবিব বলে পাঞ্জাতনে, ধরছে কায়া ত্রিভূবনে
আব আতশ খাক বাদ মিলনে, নূরেতে নূর ঘিরিয়া।
রচনাকাল 12/03/2023