লেখক – লাবিব মাহফুজ চিশতী
কি বোকা শয়তান!গন্ধম নিজে না খেয়ে মানুষ কে খাওয়ালো! ইবলিস যদি জানতো গন্ধম টা আসলে কি, তাহলে সে নিজেই সেটা খেয়ে নিতো!
এইতো চরমভাবে মানুষ সাপেক্ষ পরম স্রষ্টার মানুষ প্রীতি!
আল্লাহ শয়তান নামক এক কল্পিত ধারণার ঘাড়ে চড়ে এসে মানুষকে দিয়ে গেলেন গন্ধম নামক এক ভালোবাসার অনন্য নিদর্শন। প্রকাশিত হলো স্রষ্টার মহাপ্রেম।
সাইড ইফেক্ট স্বরূপ শয়তান নামক এক অনিবার্য প্রত্যয় হলো মানুষের বিশ্বাসের অন্ধকারতম নিগঢ়ে বন্দী।
যা বলতে চাচ্ছিলাম – শয়তান যদি জানতো!-
- গন্ধম হলো মহাপ্রেমের আদী উৎস!
- গন্ধম হলো বিশ্বাস,ভক্তি,প্রেমের এক অপূর্ব সমন্বয়!
- গন্ধম হলো ক্ষণকালের বুকে মহাকালের এক প্রদীপ্ত স্ফুরণ!
- মানুষ গন্ধমের কল্যাণেই পেয়েছে প্রেমের অধিকার!
- মানুষ গন্ধমের কল্যাণেই পেয়েছে পরম প্রভূকে বুকে ধারণ করার মতো বুক!
- মানুষ গন্ধমের কল্যাণেই লাভ করেছে অতিমানুষে পরিণত হয়ে নিজেকে প্রভুত্ত্বে উন্নীত করার সক্ষমতা!
- মানুষ গন্ধম খেয়েই হয়েছে প্রেমিক!
আহ! যদি শয়তান জানতো! গন্ধম! মহাপ্রেম! গন্ধম-ই তো আমাদের দিয়েছে – নিজেকে চেনার অপার আনন্দ! আত্মোপলব্ধির পরম তৃপ্তি! নিজেকে আবিষ্কারের অকল্পনীয় শিহরণ!
কি সৌভাগ্যবান আমরা! প্রেমোময় প্রেম দিয়েছে! ভাবময় ভাব দিয়েছে! রূপময় রূপ দিয়েছে! দয়ালের যা যা ছিল সব দিয়েছে! কারণ- আমরাই ছিলাম গন্ধম খাওয়ার যোগ্য! গন্ধমের ভাব মাধুর্য যেনো চিরকাল রয়ে যায় আমার সর্বব্যাপী। হে মানবহিতৈষী ইবলিস! (কল্পিত) তোমার চালাকী তোমাকে বঞ্চিত করেছে। আমার বিহ্বলতা আমাকে প্রেম দিয়েছে! (আমি ঠকেছি তোমার কাছে, জিতেছি আমার কাছে)!
হে প্রভূ, লুকাতে পারো নাই নিজের ভালোবাসাকে! ধরা পড়ে গেছো! প্রকাশ হয়ে গেছে তোমার সকল চক্রান্ত! প্রেম দিবে বলে এত ছল! প্রেমোময়! চিরকাল যেনো শিরে বয়ে বেড়াই তোমার প্রেমের দায়!
রচনাকাল – 17/03/2019
লেখক – লাবিব মাহফুজ চিশতী