লেখক – লাবিব মাহফুজ চিশতী
1.
মহাকালের কোল বেয়ে বেয়ে আজ তারই প্রকাশ-লীলার নিত্য চপল সুরলহরীর এ অনিন্দ্য আয়োজন, ভেসে আসছে হৃদয় পানে!
এ সুর সনাতন, চিরন্তন ধ্বনিনন্দিত বীণায় দিকে দিকে প্রকটিত হচ্ছে, শাশ্বত সে সপ্তসুরে মত্ত জগত সম আজ রাঙিয়ে তুলছে আমার হৃদয়ের দিকচক্রবাল!
আমি বিমোহিত হয়ে শুনে চলেছি সে আদী হৃদয় উৎসের গভীরতম সংগীত, মহাকালের বুকে কান পেতে!
প্রতীক্ষায় আছি হে মহাকালের কালেশ্বর, জানি এ সুর তোমারই আগমন ধ্বনি।
দিকে দিকে আজ এতো আয়োজন
শুধু তোমার প্রণয় পরশ লাগি,
আকাশ বাতাস আজ সুরে আর গানে
শুধু যে তোমার তরে রয়েছে জাগি!
2.
আর আমি মুক্তি চাই না! কি হতে মুক্ত হবো? আমি তো আমাকে সঁপে দিয়েছি তোমারই পদপ্রান্তে। আমি হয়েছি তোমার অথবা তুমি হয়েছ আমার। আমি তুমি মিলেই তো ‘আমরা’ তৈরী করেছি আমাদের অনন্ত শ্বাশত আবাস। যেখানে শুধু তুমি আর আমি।
আমার ধ্যানে, জ্ঞানে, চিন্তায়, মননে, ভিতরে, বাহিরে, সর্ব অস্তিত্বে তো শুধু তুমিই। কি থেকে মুক্ত হবো আমি? কি এমন আছে যা ফিরিয়ে রাখবে আমাকে তোমার হতে?
মুক্তি চাই না আমি! আমাকে আরো বেঁধে রাখো। আরো বন্ধন আনো। আষ্টেপৃষ্ঠে আমাকে বেঁধে রাখো তোমার চরণকমলের মোহে। তোমাকে পাওয়ার লোভ যেনো কভূ নিবারিত না হয়। আমাকে বন্দী করো তোমার চরণতলে প্রভু।
আমিতো শুধু অনুভব করছি- আমি! তুমি!
কোথায় তব শ্রীচরন, আর কোথায় শ্রীকর, তাইতো বেমালুম!
শুধু এটুকুই অনুভূতি – আমি তুমি, তুমি আমি!
এভাবেই যেনো কেটে যায় এ মহাজীবন!
কৃপা করো দয়াময়, প্রভূ আমার!
রচনাকাল – 17/07/2017
লেখক – লাবিব মাহফুজ চিশতী