আপন ফাউন্ডেশন

বাণী – প্রভু প্রেমিকের পদচিহ্ন

Date:

Share post:

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1. অন্তরে জাগ্রত না হলে সর্বসমর্থ প্রভুও অসমর্থ, অন্তরে জাগ্রত হলে অসমর্থ মূর্তিও সর্বসমর্থ!

2. পরকালের ভয় থেকে মুক্ত জিবনটাই প্রকৃত ধার্মিকের জিবন।

3. জান্নাতও এই পৃথীবি ছাড়া কিছু নয়, জাহান্নামও এই পৃথীবি ছাড়া কিছু নয়।

4. আমরা কখনো দোযখে যাবো না। তবে আমাদের কেউ কেউ দোযখটাকে স্বর্গ বানিয়ে নিবে।

5. পশুগতি, মনুষ্যগতি, দেবগতিতে গতাগতি করেই বেড়ালে শুধু! পরমাত্মায় স্থিরতা বিনে এ যে পন্ডশ্রম! স্বরূপের পরিচয় লাভ করো, গতাগতি বন্ধ হবে।

6. জগতের বড় রহস্য তো মুক্তিতে! মুক্তিপ্রাপ্ত হওয়ার পরই তুমি বুঝতে পারবে, তুমি কখনোই বন্দী ছিলে না। বন্দীত্ব আসলে মরিচিকা।

7. তুমি বেঁচে আছো, এটাই মুক্তি। অনুভব করতে পারছো, এটাই জিবন। মরতে চাও না, এটাই ধর্ম।

8. স্রষ্টা ও তাঁর সৃষ্টিকে পৃথক জ্ঞান করাই একমাত্র শিরক। জগতের অখন্ডতাই তৌহিদ।

9. মানুষ ও প্রভূ একই অনন্ত শক্তির দুটি নাম মাত্র। শক্তিটি যখন অপ্রকাশিত, তখন সে প্রভু। আর শক্তিটি যখন প্রকাশিত, তখনি সে মানুষ।

10. প্রকৃত প্রভু প্রেমিকের পদচিহ্ন যেখানে পরে, সেখানেই নির্মিত হয় এক একটি কাবা-মসজিদ, এক একটি কাশি-বৃন্দাবন।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles