প্রবন্ধ – তাজিমি সেজদা ও সংগীত

লেখক – লাবিব মাহফুজ চিশতী

তাজিমি সেজদা হল সুফিবাদের মৌলিক শিক্ষা। মরমী দর্শনের মূল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আচরণ এটি। গুরুকে পরমজ্ঞানে প্রণতি জানানো। নিজেকে ক্ষুদ্রাতিক্ষুদ্র জেনে গুরু চরণে লুটিয়ে পরা।
গুরুপদে তমিজ-তাজিম বা ভক্তি সেজদা এবং আত্মার খাদ্য সংগীত ব্যতিত মরমীদর্শন বা সুফিদর্শন অসম্পূর্ণ। এ দুটোই সুফিবাদের ভিত্তি। দাদামুর্শিদ হযরত খাজা কাজী বেনজীর হক চিশতী নিজামী বলেছেন, “যে দরবারে সংগীত আর সেজদা নেই সেটা দরবার নয়”।
গুরু শিষ্যের যে স্বর্গীয় প্রেম, গুরু চরণে শিষ্যের যে আকুলতা, তাঁরই মূর্ত প্রকাশ ঘটে গুরুচরণে লুটিয়ে পরার মধ্য দিয়ে।
ইতর সম্প্রদায় কোরানিক এই মহিমান্বিত আচরণটির মাহাত্ম্য না বুঝে শিরক বেদাতের ধোঁয়া তুলে ফতোয়ার কাঁদা ছোড়াছুঁড়িতে ব্যাস্ত। তাদের অপপ্রচার থেকে সতর্কতা অবলম্বন জরুরী।

রচনাকাল – 25/04/2023
লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর