আপন ফাউন্ডেশন

প্রবন্ধ – প্রেমানন্দে থাকাই স্বর্গে থাকা

Date:

Share post:

লেখক – লাবিব মাহফুজ চিশতী

জগতের প্রতি ঘটে, প্রতি মুহুর্তে, প্রতি অস্তিত্বে নিত্য সংঘটিত হচ্ছে প্রেমময় প্রভুর প্রেমলীলা। তিনি নিরবচ্ছিন্ন প্রেমলীলায় আবৃত করে রাখেন সকল কিছুকে। আমাদের দৃষ্টির অন্ধত্বের ফলে আমরা সে অমৃতের খেলা বা প্রভুর নিত্য প্রেমের লীলা দেখতে পাই না। সংসার আমাদের দৃষ্টিকে ঢেকে রাখে পরম হতে। যদি আমাদের দৃষ্টি উন্মুক্ত হতো, যদি আমরা দৃষ্টিপথের জঞ্জালতাগুলো পরিষ্কার করতে পারতাম, তবে দেখতে পেতাম জগতের তিনিই সব। তিনি ব্যতিত নাই কোনো অস্তিত্ব। তিনি ব্যতিত নাই কোনো স্থান, নাই কোনো রূপ। সকল রূপের মাঝেই তাঁরই মোহন শ্রীরূপের জ্যোর্তিচ্ছটা আমাদের চোখে ধরা দিতো। সর্বময় তাঁর অপার প্রেমের লীলা দর্শন করে নয়নদ্বয় তৃপ্ত হতো। আমরাও তাঁর অনন্ত প্রেমের ধামে নিত্য অবস্থান করতাম। থাকতাম দিব্য প্রেমানন্দে। প্রেমানন্দে থাকার নামই স্বর্গে থাকা। আর প্রভুপ্রেমবিহীন থাকাটাই নরকে থাকা।

লেখক – লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – ০৫|০৭|২০২৪ ইং

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles