প্রবন্ধ – ফ্যাসিবাদি প্রবণতার মুখে সুফিবাদ – প্রাসঙ্গিক ভাবনা

লেখক – লাবিব মাহফুজ চিশতী

হ্যাঁ, বাঙালীর সংস্কৃতি মূলত গোলামীর সংস্কৃতি। বাঙালীর আপন কোনো সংস্কৃতি নাই, ধর্মদর্শন নাই। থাকতে পারে না। ধর্মদর্শনের জায়গায় শূণ্য একটা জাতি, কখনো হিন্দুয়ানা কখনো আফগানা – দু ঘোলে দুধের স্বাদ মেটায়! এই ঘোলখোররা আবার চরমমাত্রায় উগ্র! আপনি তাদের সাথে ঘোল না খেলে তারা আপনাকে মেরে ফেলবে! আপনার বাড়ি ঘর পুড়িয়ে দেবে! আশ্চর্য!

বাঙালীরা কালচারালি ভারতীয় ও আরবীয় এ দুই বৃহৎ ধারায় বিভক্ত। বাঙলার বড় দুটি রেজিমও এই দু ধারার প্রতিনিধিত্ব করে। তাদের নিজস্ব নয়া ধর্মদর্শন ও সংস্কৃতিতে আপনি একপ্রকার বন্দী! মানে এছাড়া আর কোনো ধর্ম, মত, দর্শন থাকতেই পারে না। যদিও থাকে, মেরে ফেলা হবে, ভেঙ্গে ফেলা হবে!

মানে আপনাকে মরতেই হবে। ভারতীয় আগ্রাসনের বিপক্ষে কথা বলে আবরার ফাহাদরা মরেছে, নব্য ওহাবী-আরবীয় আগ্রাসনের বিরুদ্ধে বললে আপনাকে মরতে হবে।

দেশটা কি শুধু আপনার? দেশটা শুধু আপনার মতাদর্শে চলবে? আপনিই তাহলে বড় ফ্যাসিস্ট! অন্যের স্থপনা যারা ভাঙছেন, তারা স্পষ্টত ফ্যাসিবাদী।

আরে ভাই, আমাদের সুফিবাদ আপনাগো ভারতীয় বা আরবীয় কালচারকেন্দ্রিক নয়। আমরা সুফি। আমাদের কয়েক হাজার বছরের নিজস্ব ধর্ম-দর্শন আছে। আমাদের হাজারো দরবার মাজার খানকা আছে। ওলী-মুর্শিদদের দেখানো পথই আমাদের পথ! তাদের মাজার সমূহই আমাদের তীর্থ। গান, বাদ্য, ওরশ-নেওয়াজ, খানকা, দরবার, দরগা – এসব নিয়েই আমাদের ধর্ম।

ভারতের সংস্কৃতি না হলে আপনার ধর্ম হয়না, ভারত চলে যান। আপনি অতি পিউরিটান তথা সালাফী ওহাবী আকিদার মানুষ? ভাই আরব চলে যান।

আমরা বাঙালী। সার্বজনীন সৌহার্দ্য-সম্প্রীতিবোধই আমাদের বড় সম্পদ। ফকির দরবেশ সাধু সন্ত নিয়েই আমাদের বাঙলাদেশ। বাউলের একতারার বাঙলাদেশ। এদেশ মাজারের দেশ, ওলীর দেশ। এটাই আমাদের সবচেয়ে বড় সংস্কৃতি।

আমরা শাসক হিসেবে ভারতীয় বা আরবীয় কালচারপুষ্ট বিজাতীয় কাওকে চাইনা। খাঁটি বাঙালী চাই। বাঙলার স্পষ্ট নিজস্ব সাংস্কৃতিক পরিমন্ডল চাই। বিজাতীয় আগ্রাসনের প্রতিরোধ চাই।

পুনশ্চ – আমাকে বা সুফিদেরকে আওয়ামী বা বিএনপি বা অন্য কোনো রেজিমের মধ্যে ভাবার কোনো কারণ নাই। আমাদের দল সংশ্লিষ্টতার কোনো খতিয়ানও কেউ দেখাতে পারবেন না। আমি সুফির অনুসারী। সুফিরা চরম নিরপেক্ষ নির্জনতাপ্রিয় ধীর-প্রশান্ত সত্ত্বা। বাংলার আকাশে বাতাসে সুফির সুর ভেসে বেড়ায়, একতারার বোল ভেসে বেড়ায়। এ বিষয়ে কোনো প্রকার ডমিনেট করার কোনো অধিকার আপনার নাই। আপনি আপনার রুচি অনুযায়ী ধর্ম করতে পারেন। অন্যের ধর্মবিশ্বাস নিয়ে নাক গলানোর কোনো প্রয়োজন নাই আপনার।

লাবিব মাহফুজ চিশতী
সম্পাদক – আপন খবর
০৭|০৯|২০২৪

আপন খবর