লেখক – লাবিব মাহফুজ চিশতী
হে চির সুন্দর! নর সুন্দর!
তোমার তরেই সকল পূজা, সকল অর্চনা-বন্দনা, সকল অর্ঘ্য-ডালি থরে থরে সাজানো। তোমার চরণে উৎসর্গিত হবে বলেই কাননে আজো ফোটে ফুল, গোলাপ-বিথীকায় নেচে গেয়ে বেড়ায় বুলবুল! তোমার স্পর্শলোভে আজো প্রবাহিত হয় সমীর। বসন্ত সুবাসে আজো ধরণী নব-কিশলয়ের অর্ঘ্য সমর্পণ করে তোমার তরে। কারণ – তুমি নর-সুন্দর। তুমি ধ্যান-সুন্দর।
কুঞ্জবনে যবে তোমার চরণ ছায়ায় হেঁসে উঠেছিলো রক্ত-জবাদল, জবাকুসুমসঙ্কাশ অরুণ-তরুণ তব নব-রবি-রাঙ্গা ধ্যান দর্পনধারী চরন ছায়ায় আশ্রয় খুঁজেছিলো অনন্ত মহাকাল, সেদিন তোমার নবরূপ বন্দনায় উন্মত্ত ধরা পেয়েছিলো অযুত বছরের পরমায়ু।
সুন্দর – যবে তুমি মহাকালের বুকে বজ্র-নিনাদে হানিলে অসুর বিনাশী তব খঞ্জর, সংকট-সাহারায় যবে মরূঝড় সাইমুম ভেদী উদ্গারিলে তব মহাচৈতন্য বহ্নিশিখা, যার বিদ্যুৎদাহে দাউদাউ করে জ্বলে উঠলো সকল সংস্কার, অনন্ত শুন্যতা ভেদী উর্দ্ধে – আরো উর্দ্ধে – অনন্ত চৈতন্যধামে প্রবেশিল তব করুণা-কৃপান, সে শমসের ঘূর্ণিতে ফিরল অচৈতন্যের চেতনা, জুলফিকারের মহা-স্রোতধারায় প্রতিটি রূপ খুঁজে পেল তার আপন স্বরূপ, জাগ্রত করে সকল মরণ বন্দী-দল, বিলাইলে জীবন, ফুটালে চেতনার কুসুম-দল। সে চৈতন্য ধামে প্রভু তুমি নর-সুন্দর! আপন প্রেম-প্রান মহিমায় তব অপরূপ চির কিশোর-অনন্ত সুন্দর হলে প্রেম এর মহাজন। তোমার আশীর্বাদ ধারায় পুষ্ট ধরণী রবে চিরকাল দীপ্তিমান।
মানব বোধ-সাগরের গহীন অতল-তলদেশে অযুত শাখা বিশিষ্ট বোধি-বৃক্ষমূলে ধ্যানমগ্ন হে জ্ঞান-সুন্দর! সংস্কার জীবন রূপ অতল ধূপশিখায় মায়া-জাগানিয়া সুবাস ধ্যানে মগ্ন বসুধার বুকে তব বজ্রাঘাত, তুমি হানিলে মানবাস্ত্র, তোমার সে কালপাশ শিখর ব্রহ্মশির সে মায়াবীনির মায়াজাল মুহুর্তে নিক্ষেপ করলো গভীর দাবানলে, উচ্চারিলে মহাপ্রেমের, মহাশক্তির বিজয় কল্লোল, -মুদগর তব মানব সায়রে তুলল তান্ডব নর্ত্তন, তব ওজস্বিতায় মহাতেজার প্রলয়ঙ্কর হস্ত জ্বালিল নব-রবি, তব তুষার স্নাত উত্তুঙ্গ পর্বত শিখর হতে নেমে আসা চেতনার গৈরিক স্রাব বসুধাকে প্রাণবতী করলো অনন্ত মহাকালের জন্য।
কল্পনার উদ্দাম যেখানে স্থির, তেজদীপ্ত সে অনন্ত অনধিগম্য মহা-রহস্যের উত্তুঙ্গ-উচ্চশীর, ধরাকে রাখতে সুস্থির – হে চির রূপ-সুন্দর! যবে ত্যাজিলে আপনার বেদন, আপনার খুন-চন্দন কন্ঠে ধরে বিলেইলে প্রাণ – হে রক্ত-সুন্দর! তব খুনে রাঙ্গা হল ধরার রবি, জীর্ণ বসুধা পেল প্রাণ।
হে মানব! তব পদরজধূলি ধরার প্রতি প্রস্তররেণুতে তোলে মহাপ্রেমের জাগরণ। ধরার ফুলে-ফলে বুলবুল প্রণয়ে ভাসে তোমার বাঁশরীর তান, তোমার করুণা সিক্ত চন্দ্রের কৌমুদীতে সে মহিমা উথলায়, তুমি সে মানব – তুমি সে সুন্দর।
নর-সুন্দর! এ তোমার জয়গান। হে বিজয়ী, তোমার পথের ধুলায় প্রাণ বাসুমতির। হে চির মহান – তুমি সুন্দর, তুমি মানব সাগরে একক, মানব মহত্ত্বে অন্তহীন, চেতনায় তুমি মহা-প্রেম, তুমি মানব – তুমি সুন্দর, তোমার তরেই আমার এই গান।
রচনাকাল – 20/02/2015
লেখক – লাবিব মাহফুজ চিশতী