পত্রিকা – পরিচয়

লেখক – দাউদ আহমেদ চিশতী

আমি উঁচু আমি নিচু, আমার কথা আমি কিছু
আমারি কাছে আমি করিব প্রকাশ,
আমি ভক্ত আমি ভক্তি, আমি শক্তি আমি মুক্তি
এ সংসারে আমি একাই বিকাশ।

আমি সং আমি সার, আমি হই সংসার
সংসারের মায়া যে আমি,
আমি পিতা আমি মাতা, আমি বন্ধু আমি ভ্রাতা
আমি হই সমতল ভূমি।

আমি চোর আমি চুরি, আমিই আমারে ধরি
আমি হই শাসন আমি যে প্রহার,
আমি খাদ্য আমি ক্ষুধা, আমি পানি আমি সুধা
আমারে আমি তাই করেছি আহার।

আমি বৃক্ষ আমি ফল, আমি সবুজ ছায়াতল
আমার ছায়াতে আমি বসে জুড়াই প্রান,
আমি পাখি আমি পাখা, আমি সখি আমি সখা
আমারে করতে পাগল আমি হই গান।

আমি সুর আমি বাঁশি, আমি মুখ আমি হাসি
আমি কুমারী আমি যে কুমার,
আমি জিবন আমি যৌবন, আমি হই আমার মন
আমার প্রশংসার হয়না শুমার।

আমি নিন্দুক আমি নিন্দা, আমি সকাল আমি সন্ধা
আমি আধার আমিযে আলো,
আমি মিথ্যা আমি সত্য, আমি কথ্য আমি অকথ্য
আমি খারাপ আমি যে ভালো।

আমি দয়াবান ও নির্দয়, আমি ভয় নির্ভয়
আমি চরম বিরক্তেরী রুপ,
আমি ঝগড়া আমি বাদ, আমি মিমাংসার কোমল হাত
আমি আঘাত আমি নিশ্চুপ।

আমি আসল আমি মেকী, আমি বাকী আমি ফাকি
আমি নগদ আমি পরিশোধ,
আমি যন্ত্র আমি যান, আমি ইঞ্জিন আমি প্রান
আমি চালক আমি হ্ই খোদ।

আমি আত্মা আমি কর্তা, আমি হই পরম সত্ত্বা
আমি খুব সুক্ষ অতি,
আমি আপন আমি পর, আমি নিত্য বরাবর
আমি নফস আমি যে গতি।

আমি জ্ঞান আমি গুনি, আমি খুন আমি খুনি
আমি জহর আমিতো জহুরী,
আমি দেশ আমি দশ, আমি অর্থ আমি যশ
আমি মাল আমি যে প্রহরী।

আমি প্রেম আমি কাম, আমি হই নিষ্কাম
আমি প্রকাশ আমি যে প্রকাশক,
আমি তত্ত্ব আমি ভাব, সব আমার নিজ স্বভাব
আমি রোগী আমি সব রোগ।

আমি জীব আমি জড়, আমি অতি ভয়ংকর
আমি হই বিষধর ফণী,
আমি শোক আমি ব্যাথা, আমি বুকের চাপা কথা
আমি মাটিতে চেপে থাকা নানান খনি।

আমি আখি আমি জল, আমি বলবান আমি দুর্বল
আমি হই জঘন্য খারাপ,
আমি পাপী আমি পাপ, আমি ক্ষমা আমি মাফ
আমি মহা পবিত্র নিষ্পাপ।

আমি শুন্যের নিরবতা, আমি মাটির গভীরতা
আমি অনন্ত শুন্য ময়,
আমি জয় দুর্জয়, আমি ভয় নির্ভয়
আমি ক্ষয় আমি অক্ষয়।

আমি রাজ্য আমি রাজা, আমি মন্ত্রী আমি প্রজা
আমি সভা আমি অমূল্য তাজ,
আমি আদেশ আমি নিষেধ, আমি উপমা ও উপদেশ
একরুপে আমি রহুরুপী সাজ।

আমি ছায়া আমি কায়া, আমি দর্পন আমি মায়া
আমি এ জগত আর আমি প্রতিচ্ছবী,
আমি চতুর আমি বোকা, আমি বৃদ্ধ আমি খোকা
সমস্ত ভাবনা আমার আমিই ভাবি।

আমি ভাগ্য আমি ফতুর, আমি ধনী আমি অতুর
আমি আদব আর আমিযে বেয়াদব,
আমি যোগ আমি যোগী, আমি বিয়োগ আমি ভোগী
আমি লোকনাথ আর আমি যে মাধব।

আমি সূর্য আমি তেজ, আমি হই নিস্তেজ
আমি চাঁদ আমি স্নিগ্ধ প্রভা,
আমি শৈল আমি গুহা, আমি স্বর্ণ আমি লোহা
আমি প্রকৃতি আমি তার শোভা।

আমি দুর আমি কাছ, আমি ভোর আমি সাঝ
আমি ডুবন্ত আমি যে সাতার,
আমি ইতি আমি স্মৃতি, আমি হই বিস্মৃতি
আমি হই অসীম পাথার।

আমি লাজুক আমি লজ্জা, আমি হই ফুলসজ্জা
ভুবনে আমি নির্লজ্জ অতি,
আমি নারী আমি নর, আমি বাড়ী আমি ঘর
আমি কলংঙ্ক আমি যে ক্ষতি।

আমি নৌকা আমি পাল, আমি মাঝি আমি হাল
আমি যাত্রি আমি সব রুহ,
আামি বাতাস আমি গতি, আমি কলঙ্ক আমি সতী
আমি ধ্যান আর আমিই যে হু।

আমি পুত্র আমি কন্যা, আমি বিয়ে আমি বন্যা
আমি রিপু আমিই যে কাম,
আমি অর্জুন আমি কৃষ্ণ, আমি রাধা আমি বিষ্ণু
আমি শ্যাম আমিই যে শাম।

আমি মা আমি মায়া, আমি আচল আমি ছায়া
আমি রৌদ্র আমি যে খরা,
আমি ফসল আমি জমি, আমি হই জন্মভুমি
আমি নরম আমি শক্ত তেড়া।

আমি ইচ্ছা আমি সাধ, আমি রশি আমি ফাদ
আমি হই ঝুলন্ত ফাঁসি,
আমি ভাঙ্গা আমি গড়া, আমি তাজা আমি মরা
আমি যাই আমিই তো আসি।

আমি নাই আমি আছি, আমি হই কাছাকাছি
আমি হই অনন্ত দুর,
আমি চিনা আমি জানা, আমি হই অজানা
আমি অচিন্ত আর আমি অচিনপুর।

আমি কান্না আমি হাসি, আমি ধর্মশালা গয়া কাশি
আমি ধার্মিক আমি ধর্ম হই,
আমি কর্মী আমি কর্ম, আমি তলোয়ার আমি বর্ম
আমি যোদ্ধা আমি যুদ্ধের বই।

আমি হিন্দু আমি মুসলিম, আমি বৌদ্ধ আমি খ্রিস্টান
আমি সর্ব জাতি,
আমি ব্রাহ্মন আমি বৈশ্য, আমি ক্ষত্রিয় আমি শুদ্র
আমি বিভিন্ন আমি যে খ্যাতি।

আমি আকার আমি সাকার, আমি হই নির্বিকার
অব্যক্ত ও ব্যক্ত আমি,
আমি আকাশ আমি মাটি, আমি খাঁদ আমি খাটি
আমি স্ত্রী আর আমি যে স্বামী।

আমি সারথি আমি রথ, আমি উচু নিচু ঢালু পথ
আমি হই সরল সোজা,
আমি কলেমা আমি নামাজ, আমি যাকাত আমি হজ্জ
আমি হই অসংযম আমি যে রোজা।

আমি ফুল আমি ফল, আমি পুষ্পের মধু জল
আমি সুরভীর ইন্দ্র সদা,
আমি পচা আমি গলা, আমি মেথর আমি শলা
আমি হই দুর্গন্ধ কাদা।

আমি জীব আমি পরম, আমি শীত আমি গরম
আমি হই অসুর আযাযিল,
আমি নিত্য আমি লীলা, আমি জ্বলি আমি জ্বালা
আমি ধ্বংস আমি ইসরাফিল।

আমি বনবাস আমি সিতা, আমি বাইবেল আমি গিতা
আমি হই দুর্গা দেবী,
আমি দেবী আমি দেব, আমি হই মহাদেব
আমি কাব্য আমি যে কবি।

আমি অলি আলি আল্লাহ, আমি জপি আল্লা আল্লাহ
আমি কথা আমি জিবরাইল,
আমি স্রষ্টা আমি সৃষ্টি, আমি আখি আমি দৃষ্টি
আমিই তো হই মিকাইল।

আমি ভিক্ষুক আমি ভিক্ষা, আমি ছাত্র আমি দীক্ষা
আমি আজরাইল আমি যে গুরু,
আমি আদি আমি অন্ত, আমি গুপ্ত আমি ব্যক্ত
আমি শেষ আমি যে শুরু।

আমি বই আমি পাতা, আমি লিখা আমি কথা
আমি কুরান আমি যে আয়াত,
আমি কাল আমি কালী, আমি হযরত আলী আলী
আমি নবী আর আমি যে হায়াত।

আমি মানুষ আমি পশু, আমি ঈশ্বর আমি শিশু
আমি হই দ্বীন ইসলাম,
আমি কলম আমি কালি, আমি খেলা আমি খেলি
আমি হই আমার মুখের পবিত্র কালাম।

আমি অসীম শুন্যকার, আমি একা একেশ^র
আমাতেই আমি হই নত,
আমার নাই মান অপমান, তাই আমি সম্মান
আমার বিভুতি নয় শেষ হবার মতো।

আমি ধনী আমি ধন, আমি অতি গরীব জন
আমি ভিক্ষুক আমি ভিক্ষা করি,
ত্রিভুবনের সমুদয়, আমি একা নিশ্চয়
আমি আল্লাহ ঈশ্বর বিধাতা ও হরি।

আপন খবর