গজল – ০১
ওরে ভোলা মন, বৃথা গেলো জীবন
না চিনিয়া ভবে আপনার আপন।
স্ত্রী পুত্র মাতা পিতা জানি আপন হয়,
ভাবিয়া দেখি এখন এরা আপন নয়।
আমার জিহ্বা আমার দাঁত, কত প্রেম এদেই সাথ,
সুযোগ পাইলে দাঁতে ছাড়ে না যখন।
আপন চিনে আপনাকে ভালোবাসো মন
যাত্রা পথে তোমার সাথে যাত্রী হয় যেজন,
আত্মা যারে ভালোবাসে, থাকো তার পাশে পাশে
দুই জনে মিলে মিশে হইয়া যাও একজন।
হযরত আদেল উদ্দিন কয় মোতাহার আপনা চিনে,
তাহাকে রাখো তোমার আপন আসনে
গুরুর প্রেমে দাও আত্ম কর তার মমতা,
তার যার ক্ষমতা তিনিই আপন জন।
গজল ০২
শোনরে মন গোপন রতন, আছে গোপনে মিশে
নিজকে নিজে না চিনছে যে, পরম ধন বুঝবে কিসে।
গাছে যেমন ফুল ফুটে রয়, ফুল সবে ভালবাসে,
ফুল দেখিয়া মন ভরে না, মন ভরে তার সুবাসে,
তেমনি স্বরুপ সেই অপরুপ, আছে গোপন মিশে।
মোরাকাবায় মোশাহেদায় নফি এসবাত করিলে
নয় দরজা তালা দিলে জ্ঞান আখি যাবে খুলে,
প্রেম তরঙ্গে রুপের ছবি দেখবি অনায়াসে।
হযরত আদেলউদ্দিন কয় মোতাহার, তুমি হলে দিন কানা
দুগ্ধের মধ্যে আছে মাখন তাতো তুমি দেখ না,
তোমার ফুটবে যেদিন জ্ঞানের আখি দেখবি শুধু সে আর সে।