আপন ফাউন্ডেশন

২/৩ দুইটি সুফি সংগীত

Date:

Share post:

গজল ০১
রচয়িতা – আওলাদ হোসেন চিশতী

আমাকে খুজিয়া আমি
ক্লান্ত পথের শেষে –
ভ্রান্ত মনে দেখি খুজে
আমিই আছি আমাতে মিশে।

আমি নই আমার কেহ
করি নাই সম্মান করি নাই স্নেহ।
আমায়, আমার করে নেয় নাই কেহ
বুঝলাম আমি আমার নায় কেহ অবশেষে।

আমার আপন খবর যে করে দেয়
আমিই তাহার আপন হই নেইকো পরিচয়।
আমার পরিচয়ের মধ্যেই আপন রয়
তাইতো তাকে খুঁজে পেতে এত সংশয়।

আছ তুমি থাকবো আমি নয়তো কথা মিছে
সবার মাঝে থাক তুমি আমি আছি তোমায় মিশে।
তুমি আমি হই পরাধীন, স্বাধীন হবো কিসে
আওলাদ নামেই খালেক তুমি স্রষ্টা সৃষ্টি এক সাথে মিশে।

গজল ০২
রচয়িতা – জসিম উদ্দিন চিশতী

হলে আশেক পাবি মাশুক দেখবিরে নিজ নজরে
দেখা দেয়না রে যারে তারে।

মালকুতেরি কাটলে পর্দা আইনুলেতে দেখবি খোদা
তোমাতে সদা –
ওরে যার ভাবনায় আছে জুদা
সে কখন দেখতে নারে (তারে)।

যে দেখেছে খোদার লিলা
দুর হইছে তার ভ্রম জ্বালা, সদাই থাকে নিহারে।
সে যে আশেকে রাসুল, হয় নারে ভুল
ঝড় তুফান পায়না তারে (মনরে)।

আশেকের রাজ্যে যে বানছে ঘর
সে হবে হাবিব বরাবর, দোস্ত কয় তারে।
সে যে ছালাতে মিরাজ করে
তখন আপন অজুদ ভান্ডারে।

মুর্শিদ লতিফ হয় আশেকের রাজা
মোল্লা জসিম হযে সোজা, পূজা দাও তারে।
নইলে পরে পাবি সাজা
দেখবি মজা আখেরে।

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles