লেখক – লাবিব মাহফুজ চিশতী
1. ঈশ্বরের বাণীর মাহাত্ম্য না বুঝে সারাজীবন বাণী কেবল বয়েই বেড়ালে। জ্ঞানচক্ষু খুললেই বুঝতে পারতে, বাণীতেই বাণীদাতা বিরাজিত।
2. হৃদয়ে ফাঁকি! বাহিরে বেশভূষার নান্দনিক প্রদর্শনী! ঈশ্বরকে বোকা বানানোর ফাঁদ।
3. সকল তীর্থের উৎসভূমি হৃদয় তীর্থের দুয়ার যার রুদ্ধ, সেই কেবল মক্কা, মদিনা, গয়া, কাশীতে তীর্থ করতে যায়।
4. কতটুকু বোকা হলে মানুষ জাগতিক বা বস্তুগত অহংকারে পারমার্থিক চেতনাকে বিনষ্ট করতে পারে?
5. মাঝ দরিয়ায় ভাসমান তরী তোমার! যত দ্রুত সম্ভব টাঙিয়ে নাও দয়াল নামের পাল।
6. তুমি পবিত্র হও। ঈশ্বরের স্বরণ করতে হবে না। স্বরণ আপনা থেকেই থেকে যাবে।
7. পৃথিবীর প্রতিটি সংযোগই বন্দীত্ব ও দুঃখ আনে। অতএব সংযুক্ত হও একমাত্র পরমের সাথে। যা তোমাকে মুক্তি পরমানন্দ প্রদান করবে।
8. যদি ভোগ করতে চাও নরক যন্ত্রনা, তবে প্রশ্রয় দাও অহংকারকে। যদি আস্বাদন করতে চাও মানবী জান্নাত, তবে নিজেকে তৈরী করো বিনয়ী রূপে।
9. বেদনা তখনই তোমায় গ্রাস করবে যখন তুমি সুখ কামনা করবে। তোমার প্রকৃতিই নির্ধারন করবে তুমি সুখী না দুঃখী। কামনা করে কি লাভ?
10. কূপমন্ডুক! দাবী করে বেড়াচ্ছো প্রভূর ঘরে যাওয়ার? কতটুকু সন্তুষ্ট করতে পেরেছো তাকে? কতটুকু আন্তরিকতা তার সাথে তোমার?
লেখক – লাবিব মাহফুজ চিশতী