বাণী – সত্ত্বার অনন্ত আলো

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1. সত্যে উপনিত হতে হলে তোমার স্থুল আমিত্বের বিনিময়েই হতে হবে। সুক্ষ আমিত্ব বা জ্ঞান আমিত্বের জাগরণ’ই পরম সত্যের প্রকাশ।

2. খন্ডিত আমিত্বের কুভাব গুলোই পর্দাবৃত করে রাখে অনন্ত আমিত্বকে। অজ্ঞান আমিত্বই সত্যের বড় প্রতিবন্ধক।

3. আমিত্বের অজ্ঞানতা কে নাশ করলেই উন্মুক্ত হবে অনন্ত সত্যের দুয়ার।

4. নিজেকে হারানোই সবচেয়ে বড় অর্জন, মরিচিকা ত্যাগ করে লাভ করতে যাচ্ছো চির-সত্যের উপলব্ধি।

5. দরিয়া যেখানে প্রেমের, নিশ্চিন্তে ছেড়ে দাও নিজেকে। হারিয়ে ফেলো আমিত্বকে।

6. পরম প্রেমোময় অপেক্ষা করছে তোমার জন্য তার অস্তিত্বে তোমাকে পুনরায় অস্তিত্ববান করবে বলে।

7. বৃথা পান্ডিত্বের অহংকার মানুষকে সত্যের সরলতা থেকে সর্বদাই বঞ্চিত করে।

8. তুমি তত বেশি আধ্যাত্মিক, তুমি যত বেশি সহজ। সরলতাই আধ্যাত্মবাদের মূল ভিত্তিভূমি।

9. তুমি তখনই স্বম্বুদ্ধ হবে যখন আলোটা হবে তোমার নিজের। তোমার প্রজ্ঞার আলোয় যখন উদ্ভাসিত হবে তোমার অস্তিত্ব তখনই তুমি যথার্থ Enlightened.

10. তখনই আমার আমিত্বের নাশ হবে যখন আমার চারধারে বিরাজ করবে কেবলই শুন্যতা,, অনন্ত শুন্যতা। কারন সকল কিছুই আমার কোনো না কোনো আমিত্ববোধের ই প্রমাণ।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর