লেখক – লাবিব মাহফুজ চিশতী
1.
প্রাণ নিরত- অনুরাগে
নিত্যে অনিত্যে, রাগে বিরাগে
তোমারি পথ প্রিয় চাহিয়া…
ঐ চরণ- শরণে –
বাধা পড়ে মনে
নিরবধী ব্যাপৃত, তোমারী ধ্যানে
তোমাতেই মরিবো ডুবিয়া।
2.
বলেছিলাম ভালোবাসি
যতনে যাতনারাশি –
বেধেছিলাম গলে,
আজো বিরহের টানে
ছুটি তোমা পানে –
শুধু- ভালোবাসি বলে!
3.
প্রেম! স্নিগ্ধ নয়, দগ্ধ করো মোরে
চন্দনে নয়, কলঙ্গ তিলকে –
ভাসাও অবিরাম’ বিভূতি বিহারে।
যুগ যুগ সম্ভব! পুলক সম্ভারে!
4.
প্রেমিক! যে সয়ে রয় বিদগ্ধ অন্তর
জনমের বঞ্চনা, কলঙ্ক পাথার
বিরহ এক আকাশ
অভিমান ব্যাথাপাশ
নিত্যাভিলাষ শুধু রুপের নিহার!
প্রেম স্নিগ্ধ! শান্তি! কিন্তু –
প্রেমিকের ব্যাথার অধিকার!
5.
নাইবা এলে প্রাণে-
নিত্য আমি বাধা রবো
তোমার গানের তানে!
রইবে দূরে?
কেঁদে কেঁদে প্রাণ ভাসাবো
তোমার সাধা সুরে!
কি লাভ দূরে থেকে?
দাও আমারে প্রাণের পরশ
সুরের সুধা মেখে!
6.
একটু সময় দে না আমায়
জীবন’ তোরে বলি,
লিখবো আমি একটি কবিতা
একটি গানের কলি!
একটু সময় দে আমারে
গাইবো একটি গান,
মুহুর্তকাল জীবন থেকে
নিলাম চেয়ে ত্রাণ!
7.
সুখে ছিলাম বলে
আনিলে যাতনা নদী
একটু অবহেলে।
নির্মম পায়ে দলে-
ঝড়া ফুল তারেও পিষিলে পূনঃ
কেমন লীলার ছলে?
8.
তব ঐশ্বর্য কি লিখিবো আমি লাজে মরি ওগো প্রিয়া,
বলি যবে তোমার সৌন্দর্য অপার, দীনতা আমার উঠেগো ফুটিয়া!
9.
মানুষ কেন বেঁচে থাকে, জানো?
কারণ- বেঁচে থাকা।
মানুষ কেনো মরে যায়, জানো?
কারণ- বেঁচে থাকা!
জীবন আমায় বাঁচিয়ে রাখে ক্ষণকালের জন্য,
মৃত্যু আমায় বাঁচিয়ে রাখবে চিরকালের জন্য!
10.
পথপানে চেয়ে থাকি আকুল হয়ে সই,
কত জনার কত মানুষ আমার মানুষ কই…?
লেখক – লাবিব মাহফুজ চিশতী