লেখক – লাবিব মাহফুজ চিশতী
1.
আধারে দাঁড়িয়ে গাই
নতুন জয়ের নব গান,
তিমিরে ঢাকে না যেনো
অতীত সম্মান।
2.
অন্ধকার এ তিমির রাত্রি
চারিদিকে কালো,
হটাতে আমি জ্বালবো প্রদীপ
আনবো ডেকে আলো।
3.
আজিকালের এই ক্রান্তি লগনে
নির্ভিক সাহসী যে বীর,
মুক্তি দিতে এই জীর্ণ ধরারে
ঝড়াও রক্ত তব শ্রীর।
4.
তরুণ আমি, মুক্ত আমি
বাঁধন হারা পাখি,
বাদ দেবেনা দেখতে কিছু
আমার স্বাধীন আঁখি।
দেখবো যাহা সত্য মিথ্যা
করবো যে নির্ণয়,
আমার দ্বারা হবেই হবে
মানবতার জয়।
5.
ধনী আমি আলোর ধনে
নক্ষত্র সম দীপ্তি মম প্রাণে,
রক্ত পিপাসু চিনে জোক! ভয় নেই
পারবো বইতে, অফুরন্ত আনন্দ ধ্যানে।
6.
প্রেম পিয়াসী!
চির সুন্দরও তরে,
জানিও হে জড় সম উদাসী!
উৎসারিত হয়েছে এ ধরা
সেথা হতে, যেখা ছিল নিত্য রূপধারা।
বহে সে করুণা, জগত ব্যাপিয়া, নিত্য সর্বলোকে
পাষান প্রস্তর সম, জানালে প্রণাম
ছাড়িয়া সত্য, অতি নির্বাসিত, কল্পিত কূহকে !
7.
চির প্রাণারাম, প্রেমময়ী, নিত্য মূরতী
আঁখি খোলো, ভাসিছে দেখো সর্বসিদ্ধ পতি,
অবহেলে ধন, ফিরায়ে মুখখানি
খুঁজিছো অন্ধ! বিশ্বময়, ত্যাজিয়ে সে রূপ বাখানী।
8.
অনন্তের সাথে মিশে যাবো আমি
চাইনা হতে ইতিহাস,
স্তব শুধু মোর হে মহাকাল
ফেলোনা আধারে মোর প্রাণের উচ্ছাস!
অকূল নিমিত্ত মোর সকল পরিচয়
চাইনা নাম এ নশ্বর ধামে,
প্রার্থনা হে রুক্ষমূর্তি সম আগ্রাসী
হৃদয় বীণা বাজে যেনো, স্ব-সিদ্ধ প্রণামে!
9.
আমি চিনেছি আপনারে
অসীম জোতির্ময় সংসারে!
ভব জড় কুন্ড ধীর
অচল অসার সম গিরি শীর
ভেদিয়া ছেদিয়া পুষ্পলোকে
অচলায়তন চ্ছিন্ন দূর্বিপাকে
অসম সে আলোক বিহারী-
অনাকাঙ্খিত, নবাগত
নূতন, চির সুন্দর, উজ্জল নেহারী।
10.
চির বিচিত্রার অবসান আমি
চাইনা হেন ধামে,
স্তব শুধু আমারে তুমি
রাখিও স্ব-সিদ্ধ প্রণামে।
লেখক – লাবিব মাহফুজ চিশতী