লেখক – লাবিব মাহফুজ চিশতী
1.
তোমারী সুরে আমি, সারাটা জনম
সাধিলাম জীবনও সংগীত,
বাঁধিলাম এ প্রাণ, তোমারী বাহু ডোরে
তোমার তরেই সকল অনাগত গীত।
2.
এ জীবন নয়তো সুদূর
আমি নিকটেই হারায়েছি দিশা,
জানি তোমারি চরণে মোর জীবন ও প্রভাত
তোমার ছোঁয়ায় হবে পূর্ণ আশা।
3.
সকলি আমার সঁপিয়া দিলাম
তোমার চরণ সেবার তরে,
তুমিই তো এই নগ্ন ভূবন
করবে সুফল কৃপাধারে।
4.
ঐ রাঙা প্রাণ রঙিন মহান
জ্যোতিস্ফুরণ, রূপ সাগরে,
সে রূপ নিয়ে নয়ন তারায়
তোমায় দেখি দৃষ্টিভরে।
5.
শত অমানিশা, শত কালরাত
পেরিল যখন হিয়ার স্রোতে,
দূর্বার সে গতি আনিল প্রভাত
জ্বালিল আলো নয়ন পাতে।
6.
আসলো আলোক, ফুটলো স্বলোক
দুললো গোলক, জ্যোতির স্রোতে,
টুটল আধার, ভয় পারাবার
নিখিল আঁখির দৃষ্টি পাতে।
7.
পরাণ ভরে ডাকে যেজন
মনের বীণায় সেধে তান,
সে ডাক ভাসে হৃদ আরশে
শুনে প্রভু খোদ ভগবান।
8.
সাঁঝের মায়ারে বলেছি ডাকিয়া
গোধূলীর লাল রঙ ললাটে মাখিয়া
এসো এসো মোর মরমও মন্দিরে,
হিয়ায় পুলক জাগে জোছনায়
তোমারই চরণের পরশে ছোয়ায়
মুক্ত করুক প্রাণ, কালের বন্দীরে।
9.
ধরার বিধান সেতো সকলেরে গ্রাসে
শরৎ বসন্ত ফুরায়, শ্রাবণের তরে
সময়ের গতিপথ, বয় যায় নিয়ত
শুধু অমর প্রেমেরে সে গ্রাসিতে না পারে।
10.
ধরনীর এই বিচিত্র রূপে রসে
হারাইলাম নিজেরে শুধু ভালোবেসে –
সকলেরে, বুকে ধরে, গেয়ে যাওয়া গান
সুরে সুরে ভালোবাসি, গড়ি প্রেমের বাঁধন।
লেখক – লাবিব মাহফুজ চিশতী