আপন ফাউন্ডেশন

সংগীত – কেমনে চিনিব তোরে

Date:

লাবিব মাহফুজ

কেমনে চিনিব তোরে
এ সংসারে কোন সে রূপ তোর
খুঁজিবো কোন চরাচরে।

জগৎ মাঝে বস্তু আদি
প্রত্যয় হয় দর্শন অবধি,
দৃষ্টি যে মোর স্থুল বিবাদী
ঘুরায় মোরে ধোকার জোড়ে।

জলেতে রয় মৎস কূল
জলের গুণে সে দেখে সকল
খুঁজলে সদা সে জলের মূল
মৎস কি তা পায় ঠাউরে!

ঘেরা সকল তব রূপে
অপরূপ সকল সামীপ্যে
লাবিবের নয়ন ঢাকা পাপে
তাই হয়না মিলন রূপ নিহারে।

রচনাকাল – 09/12/2015

সাবস্ক্রাইব করুন

More Posts