লাবিব মাহফুজ
খুঁজি তোরে দৃষ্টিপথে
সৃষ্টি ব্যাপী চরাচরে,
অনন্ত রূপে লীলামাঝে
প্রেম স্বরূপে সংসারে।
জলস্থল শূণ্য সকল, সর্বত্র সে রূপ বিরাজে
ফুটলে আঁখি প্রেম সকাশে, দৃষ্ট হয় নয়ন গোচরে।
সে রূপ ক্ষণেক ভাসে আপনা এসে, ক্ষণেক লুকায় দূরে।
সেই রূপেতে রয় ঘেরা নয়ন, দৃষ্টি পথে ভয় তরাসে
কত ধনী মানী উঠলো ভেসে, ডুব না দিয়ে ভাব সাগরে।
ভক্তি নয়ন জাগলে দর্শন পায় সে অচিন পুরে।
কত শত মহৎজনা করে আধার বিনাশ সাধনে
জেগে আপনি আপন প্রাণে, নিত্যময় রয় প্রেম বাসরে।
অধীন লাবিবের প্রাণে ধোকার বাধন, পাবে কিসে অধরের।
রচনাকাল – 09/12/15