লাবিব মাহফুজ
অনন্ত কাল
আমি এভাবেই দাঁড়িয়ে থাকবো –
ডানে সপ্তসর্পিনী, বামে বিষবৃষুল কারাগার
স্থির, অদৃশ্য, ধ্যানমগ্ন আমি! মস্তক অজয় বিহার!
সিনাপরে মোর অঙ্কিত মোহর, দেব চির দূর্জয়
হস্তমুষ্ঠে মোর মহাকালের হাসি কান্না নিরখিবো।
শাশ্বতকাল, চির বহমান
অপূর্ণ যৌবন মম পেরিতে সংকট, চির উন্মত্ত মদ মত্তা প্রাণ –
মহাকালের বুকে আমি অনন্য, আমি সত্য দংশনে জ্বালাময়
পৃথীবির বুক ছিড়ে দেখিবো আমি, কোথা ত্রাস, কোথা মহাভয়!
কালোরাতে পূর্ণিমা জোৎস্নাধারা ঝড়াবো আমি
বক্ষ ছিড়িয়া দেখিব ঈশ্বর, ভগবানের সিংহাসন।
নিশাবসানে, রক্তিম উদয়াগ্নি
বিশ্বমাঝে আমিই স্বর্গদূত, স্রষ্টার বাণী নির্ঝর –
আমি কটাক্ষে ভারি, রুক্ষ তরবারী, অন্যায় স্পৃহা নাশ
অন্যায় অনাচারের গলে রক্ত রুদ্রাক্ষ মালা, আমি অসত্যের বুকে রুদ্ধশ্বাস।
সংস্কারাতীত চির বর্বরোচিত অদম্য মনোবল মম বুকে
ফের রক্তস্রোতে বিশ্বভূমি হবে উর্বর, আমি যাযাবর।
অটল পৌরুষ স্বত্ব মম স্পন্দন
আমি উল্লাসে উন্মাদ, সুরাসুর পেয়ালায় সকল ব্যাথাতুর প্রাণ –
চক্রবাকে আমি অনুচক্রিকা, আমৃত্যু আমি সত্যের হাওয়ারী
পদতলে মোর লোকলাজ, ফুল সম যে মাটির গন্ধধারী
আমি ব্যতিক্রম, অপরিচিতি, চির পরিচিতের গলে
মোর চির অতৃপ্ত প্রাণ, নিখিলে থাকিয়া অকূলে করি সতত সমর্পণ।
রচনাকাল – 06/10/2013