কবিতা – নিত্যরূপ

লাবিব মাহফুজ

হে বসুন্ধরা, স্তব তোমা তরে
হে শ্রীধারী, শির নোয়াইনু তোমা পরে।
তুমি কোন লীলায়, এমন জ্যোতির্ময়
সর্বাঙ্গ তব পূর্ণ, চির সুন্দরতায় –
মধূ আভাসে, ‍তুমি প্রকাশিছ স্নিগ্ধ লাজে
সদা মনে হয় আমি মিশে যাই তব মাঝে।

হে সুন্দর, সুন্দর তুমি তাই চির নিত্য
তোমা তরে পূজা, সমর্পিত মম চিত্ত।
জানি, জানিহে বসুধা তুমি সেই
স্রষ্টার বিন্দু প্রেমাগ্নি অঙ্গে ধরিছ যেই –
অমনি মিলায়েছ সুন্দরময়, রূপময় প্রেম সাজে
সদা মনে হয় আমি মিশে যাই তব মাঝে।

তুমি সুখধারী ডাকিছ সদাশয়, রে প্রেমিক আয়
সুন্দর মাঝে ঝাপায় যেজন, আপনারে বিলায়।
সেই তো সত্য শ্রী পূজারী, তার পূজ্য সর্বধারে
জগতরে সাথে মিলায়ে খুবি, সে চিনে লয় আপনারে –
সেই তো সদা রাধা সম, কেশব চরণ পূজে
সদা মনে হয় আমি মিশে যাই তব মাঝে।

বলিছ ডাকি দাঁড়ায়ে দুয়ারে জাগ্রত প্রহরী ন্যায়
রে পাষাণ, বন্দি নয়রে খোদা দেয়ালে, মন্দির কোনায়।
জগৎ মাঝারে দেখো চারধারে, তাহারি বিশ্বছবি
সুন্দর সকল তাহারই মুরতী, তাহারই রূপও খুবি –
জল স্থল শুণ্য সকল, সর্বত্রই সে বিরাজে
সদা মনে হয় আমি মিশে যাই তব মাঝে।

রচনাকাল – 07/07/2014

আপন খবর