আপন ফাউন্ডেশন

কবিতা – প্রেমানন্দ গাহনে

Date:

Share post:

লাবিব মাহফুজ

মম মানস আরতী, বিছায়ে পলে পলে
গড়ি রাজপ্রাসাদ –
রজতাসনে বসে, ধীর স্থির আমি
বুনি মনে মনে, কত সুর কল্পিত ব্যাথা সম।
বহুদুর হতে ব্যাথা তন্তুবায়, খুুঁজিয়া ফিরি
সপ্তলোক, সপ্ততলে –
আমারি হৃদ নৈবেদ্য, বিছায়ে পলে পলে।

চিরন্তন এক রাজাসন
যেথা নেই অহং, চির বিক্ষুব্ধ ক্ষুধিতের দল।
নেই যেথা দ্বন্দ্ব, চির পিপাসান্মুখ –
আজন্ম ক্ষুধিত চিত্ত!
যেথা নেই বঞ্চিতের হাহাকার, নেই শতধা অসম কৃত্ত।
তারি মাঝে আমি উন্মাদ
চির প্রেম পিয়াসী, হৃদয় পসরায়, কে সাধিবে বাধ?

প্রশান্ত, বসি সে স্বর্গতলে
চঞ্চল, গৃহকোনে আমি ধ্যান নয়নে আনমনে –
হাকিয়ে রথ, ছুটি বিশ্বময়
দৃষ্টিপথ পলকে ছুটি, স্বর্গ মর্ত্য ধায়।
কি এক অসীম প্রেমানন্দে বিভোর –
হেরি শুধু নয়ন সম্মুখে যুগল কিশোরী কিশোর।
জগৎ ব্যাপিয়া এইতো মহাপ্রেম!

এ প্রেমও আশে, তোমারী সকাশে
চাহিয়ার রবো আমি শত শত জনম।
আসিবে যখনি স্বরণে আমার
হেরিবো নয়ন সম্মুখে অপার
হে প্রেমোময়, তব সৃজন গঠন সংহার সাধন
এ লীলা মাঝে লইবো খুঁজে –
তব কৃপা বারিধী, নয়ন সম্মুখে, চির নিত্য প্রেম।

রচনাকাল – 12/08/2014

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles