লাবিব মাহফুজ
বঞ্চিতের আঁখিজল
যায়না বৃথা, সে হাহাকার –
উঠে আসে এক ধ্রুব গহ্বর হতে,
যেথা পৌঁছেনা অন্নজল –
সে হাহাকার ভাসে কম্পিত বয়ানে ছিড়িয়া হৃদয়মূল
চির ব্যাথিতের অশ্রুজল।
সদা যেজন সুখগমণে আত্মমগ্ন ভবে
বঞ্চিতের আঁখিধারায় কতযে যাতনা, কেমনে সে বুঝিবে?
ধন-জন-মানে, সেরা যে ত্রিভূবনে
কেমনে বুঝিবে সে কি যাতনা পরাণে
ক্ষুুধিত উদর, সে যেন উচ্ছিষ্ট ধরণীতল
কত ব্যাথা ধ্বনি উঠিছে ফুৎকারি, ভেদিয়া নয়নজল।
হে ধনী দেখ একবার আঁখি খুলিয়া সর্বহারারে চেয়ে
তোমারি তরে প্রেমাঞ্জলী যার, বহিছে রয়ে রয়ে।
ফেলিয়া তারে অতল গহ্বরে রয়েছ উল্লাসে মেতে
দেখ হে প্রস্তরমূর্তি, ধুকে ধুকে কত দিবারাতে।
ছাড়িয়া সুখধ্যান, নিশ্চিত মৃত্যু শয়ানে, নিশ্চুপ নিরল –
জাগরণে ঝড়ে দুঃখ গ্লানি সম গঙ্গাজল।
হে সুখধারী, তব বিলাস পসরা কোনে
দেখো উঁকি মেরে, এ নিভৃত নির্জনে –
তোমা তরে যে ত্যাজিল সকল, সুখ-ধন-মান
যারি পরশে বাজে দুয়ারে তব, রঞ্জিত বৈভব তান!
ফেলিও না তারে, অকূল পাথারে, ধরিও দন্ডমূল
সৃষ্টি আছে তোমা তরে চেয়ে, মুছাতে নিঃস্ব অশ্রুজল।
রচনাকাল – 10/08/2014