লাবিব মাহফুজ
আজকে আমি বন্ধনহীন
খুঁজে পেয়েছি আজকে আমি আমারি সকল ধন।
রক্তিম উষা আভার মতো
অযত্নে যার পূনরাবৃত্তি প্রতিনিয়ত –
তবু কারো চোখে হয়তো আজিকে
দেখা দিল সে রূপ হঠাৎ পলকে
ভাবোন্মত্ত সে দেখেনি হয়তো আগে কোনোদিন –
এতো রূপ সুন্দর, এতো মনোহর, এতো দিপ্তীমান।
সে নয়কো নতুন –
যুগে যুগে যা সর্বকালেতে এমনি মূর্তমান।
সম মোর অন্ধ লিপ্সা, জন্মান্ধ এ ধরা
ভেদজ্ঞান আজ মায়া রূপে কপট স্নেহধারা।
অবোধ আমি! আমার এ নাঙা তরী
ঘাটে তটে যার ছাউনী অপার, সুদৃশ নেহারী!
ঘাড়ে লয়ে বোঝা দিনান্তে যুগান্তে জনম চলেছি বয়ে
আদেশে নাকি আবেশে, এ মায়াধীন প্রশ্ন সভয়ে!
মুক্ত প্রিয়ের মুক্ত লীলা হেরিনি আঁখিতলে –
তাইতে আমি বঞ্চিত, অবাঞ্ছিত মোহ মোর মায়ার থাবাতলে।
ছিনু আবদ্ধ, পায়ে অবাধ্যতায় দূর্গম থাবা বেড়ী,
ত্যাজিয়ে কুহক আজিকে হেরী অনিয়ম স্বর্গধারী।
প্রণাম লহ মোর – নহে পূর্ববৎ
প্রণাম নয়তো এ, স্বনাম গাওয়াই মম ব্রত।
নয়ন খুলিয়া আজ দেখিনি কিছুই সবি দৃষ্টিতলে
বন্ধনহীন বলেই আজকে এ রূপ পেয়েছি ব্রমান্ডলে!
রচনাকাল – 15/08/2014