কবিতা – লুকায়িত ব্যাথা

লাবিব মাহফুজ

আজি অবিরাম বর্ষনে মোর আকুল পরাণ
আর্দ্র জানালা পানে খুলিয়া ব্যাকুল নয়ন –
স্নানরত প্রকৃতির মতই সহসা
ভিজিল আবেশে মন, প্রাণেরই বরষা।
অশ্রু সজল মোর আবেগঘন তাড়িত হৃদয়
নভোঃ হতে নেমে আসা, শুন্য অশ্রু বাড়ি প্রায়।
লাগিল ঝড়িতে হৃদয় দুয়ার হইতে অবিরাম
সজলও ক্রন্দনও সে, নয়ন ভেদিয়া, সিক্ত করিছে ধাম।

আজি প্রাণের ক্রন্দন
মানিছে না অন্ধ বিবেক বাধা, অস্ফুষ্ট ক্রন্দন।
আজি ঘোর কলেবর মহারব সম, অশ্রু ছুটিছে দিগ্বিদিক
লুক্বায়িত সে গোপন ব্যাথা, বাজাইয়া শঙ্খ ঢাক।
চাহিয়ে ফুৎকারি, বলিতে সকলে আমারি প্রাণের ব্যাথা
যে ব্যাথা আজ লুকায় বক্ষে, অশ্রু মুকুল সম বারতা।
যে ব্যাথা মোর অমরাবতীর ক্লেশহীন নীড়ে
নরকাগ্নির তাপরুদ্রতট আনিল হঠাৎ তেড়ে।

যে ব্যাথা হঠাৎ আজ
শ্রাবণের ঝড়ঝড় মেঘবাড়ি প্রায়, সলজ্জ রূপকাজ।
শ্রাবণ শ্রুভ্র নিস্তেজ নিলীমায়, গুরু গুরু রবে
বারে বারে ঘোষিছে জয়বাদ্য তামাম, ব্যাথার উৎসবে।
ঝির ঝির ছন্দতলে ঝড়িয়া অনর্গল
হৃদয়ও তট মোর করিল উজাড় ভাঙনের স্রোত নির্ভূল।
সুপ্ত আমার সকলি ব্যাথা, চড়িল ঝংকার তান
ক্ষুদ্র অভিমান, ছাড়িয়া হৃদয়, ছুটিল শ্রাবণ বান।

আজি শ্রাবণ ঝংকারে এ প্রাণ
সহসা হঠাৎ চকিত তরাসে, আনমনে, ফিরায়ে নয়ন।
হেরিল সকল সুখ দুঃখ ভয়, হৃদয় তলে একাকী
গুমরে গুমরে বহিছে নিরলে, কূলহীন, আশাতট আকাঙ্খী।
যে আশাতটে আছড়ে পড়ে ঢেউ, জাগিবে কলতান
যে কল সুরে, হৃদয় মাঝে সব হইবে মূর্তমান।
হৃদয় আজ অভিমান কে একাকী বোঝার বেশে
পারেনি বইতে, তাইতো শ্রাবণ সম ঝরঝর আবেশে।

ঝড়াইছে প্রাণের গান
হে অতীত, তুমি ফিরায়েছ মোরে, হইতে প্রেমোদ্যান।
ছিলাম ওগো প্রিয়া তুমি আমি, দুজনা সুরবনে
করিতাম দুজনে কত লীলা ভবে, কত অমৃত গাহনে।
সে তো অতীত, আজি তুমি স্বরণে আমার শ্রাবণ বাদলে
ঝড়ালে মেঘবাড়ি, কত শত ব্যাথা, তোমারী স্মৃতির আঁচলে।
তোমারি বিরহে আজি হৃদয় আমার ব্যাথাভরা বিরহ মাঝে
লয়ে হৃদ মাঝে, ব্যাথা কান্না সুর, জাগিছে শ্রাবণ সাঝে।

রচনাকাল – 04/10/2014

আপন খবর