কবিতা – দর্শনে স্বরণ

লাবিব মাহফুজ

করুণা দুয়ারে তব
হেরি দাড়ায়ে তব দয়া বৈভব,
বিভূতি তোমার দয়ার গুণে, রহিছে বিশ্বমাঝে
উড়ায়ে তব করুণা কেতন,
প্রকাশিছ প্রেম লীলা সকাল দুপুর সাঝে।

অমৃত সুবাসে আমি
দুয়ারে দাড়ায়ে তব!
হারায়েছি বাক-ধ্যান তব পূজাবাণী তরে।
দুয়ারে দাড়ায়ে আমি তব দর্শন মাগিবারে!
নিশ্চুপ, নিরল!

হে অনন্ত, চির প্রাণান্ত প্রেম গোসাই –

মায়াজালে মোর বন্দী নয়ন, সূর্যতাপ ভারী
মরমে গরম উঠিয়াছে রুখি, নয়নে আগুন তাহারী।
চাই শিতলিতে নয়ন মোর, চাই শিতলিতে প্রাণ
যে আশেতে তব দ্বারে রয়েছি দন্ডায়মান।

যাহা আমি দেখিবারে চাই –
সদা যে রূপধ্যান মোর নয়নে পরাই।
যে ধন মোর ফুটাইতে নয়নে অশ্রু আঁকিছে রং
হতে সে আড়ং – অভিপ্রেত বস্তুখানি মোর –
আসে যদি নয়ন গোচরে অনিবার
তবেইতো মোর দগ্ধ আঁখিদ্বয়, হইবে শান্ত ধীর
হে মহান মুরলীধর!

তব দুয়ারে দাড়ায়ে চাহি তব প্রণয় দর্শন।
যে ধন চাহে নয়ন গোচরে, সৃষ্টি আদি সবে
যে ধন নাম জপিছে সদা তরুলতা আদি প্রাণ –
সে নাম খানি বাজুক মম সুরে।
কন্ঠে উঠুক উঠলি সে নাম, যেন পরাণ ডোরে।

পদ্মধারী হে মহান
দর্শনহীন দৃষ্টি যেন, প্রত্যয়হীন কন্ঠস্থ স্বরণ।
চাইনা সে যিকর তোমার, চাই দর্শন অবিরাম
যে অভিলাসে দুয়ারে তব রয়েছি দন্ডায়মান।
দেখা দাও গো প্রাণনাথ, জুড়াও মোর আকুল পরাণ
হে চির উন্নত মহীয়ান।

রচনাকাল – 22/08/2014

আপন খবর