লাবিব মাহফুজ
আমি দেখেছি এমন একটি উদ্যান
চিরসবুজ, পারিজাত মন্দারের সারি,
আমি দেখেছি ধীর প্রবাহিনী অলোকনন্দা
যা অবস্থিত হৃদয়ের নিভৃত গহীনে!
আমার তোমার সকল ধারনার উর্ধ্বে
যেথা নিত্য বিরাজ করে অনন্ত উন্মত্ততা।
যেথায় ছিল সবুজ ঘাসের চাঁদোয়া
আমি শুয়েছিলাম পল্লবের প্রান্তরে,
তাকিয়ে দেখেছিলাম এ ধরনীর পানে
সে তো ব্যাস্ত ছিল ধারনার সম্মোহনে!
আমিতো জগৎজুড়ে রূপ অরূপের এ লীলায়
শুনেছিলাম এমন গান, যা ছিল নিঃশব্দ।
সবাই ব্যাস্ত ছিলে হৃদয়ের কোলাহলে
অথবা বাহিরের জঞ্জালতায়,
আমি সে স্ব-স্বর্গ সভামাঝে, নিশ্চুপ হয়ে
দেখেছিলাম রূপের অনাদী আধারকে
যার ছিলনা কোনো রূপ।
শুনেছিলাম এমন এক ভাষায় আমার গান
যা ছিল মুলত অর্থহীন।
জেনে গিয়েছিলাম সবাই আবদ্ধ ধারণার মাঝে।
হৃদয়ে জ্বলেছিল তখন সমগ্রকে জানার আলো!
সে আলোয় জেনেছিলাম
আসলে তা কখনোই জানা যায় না!
না যায় দেখা বা শোনা!
সে তো চির নিত্য, এমনিতেই থেকে যায়
সমস্ত জানা, না জানা, পাওয়া না পাওয়া,
সমগ্রতায়, আমার সমস্তকিছু জুড়ে।
রচনাকাল – 17/01/2019