আপন ফাউন্ডেশন

কবিতা – আমার অভ্যন্তর

Date:

Share post:

লাবিব মাহফুজ

আমার অভ্যন্তরে যে সুরম্য প্রশান্তিময় উদ্যান
যার সুঘ্রান ছড়িয়ে পড়ছে সপ্ত আকাশ, সপ্ত পাতালে –
জগতের সকল প্রাণ, এ কাওসার লোভে চেয়ে আছে অহর্নিশী!

যে অমৃত ক্ষণে ক্ষণে ঝড়ে আমার প্রতিটি নিঃশ্বাসে –
আমি তো পরিতৃপ্ত, এ আবে হায়াতের ধারায়!
আমার ভূবনের প্রতি অনুতে, প্রবাহিত বাতাসে
এক অনন্ত আত্মতৃপ্তি, মহাকালের, আপনত্বের, পরম আমিত্বের!

এতো তোমার দান, যা পেয়েছি তোমার অনন্ত চেতনা হতে
তোমার পরম সত্য হতে সত্ত্বাপূর্ণ করেছো মোরে!
হয়েছি তোমাময়, পূর্ণতায়, অনন্ত চিন্ময়।

বাহিরে যত কোলাহল, যত পঙ্কিল, যত রয় অজ্ঞান
সেতো বাহিরের, আসিবে না প্রাণে, রহিবে দূরে দন্ডায়মান।
আমার প্রাণে, ধ্যানে, আপন মননে তোমার প্রতিচ্ছবি
আমারে রাখে যে জাগায়ে সর্বদায়।

তোমার অনন্ত অপার প্রেমের ধামে আমারে
দিয়েছো প্রবেশাধিকার – এতো মোর চিরজনমের প্রাপ্তি!
আমার মরমে চির পাওয়ার দিবাকর।

আমাকে থাকিতে দাও আমাতে
বাহিরে যতই আসুক ঝড়, ঘূর্ণি, প্রেততান্ডব –
যতই আধার ঘনাক, যতই সাইমুম নেমে আসুক রুদ্র দাপটে
জানি আমি থাকবো আমাতেই অনন্তকাল।

যেথা নেই মরুঝড়, নেই বহ্নি কালানল
নেই আসা যাওয়া, নেই কিছু পাওয়া বা হারানোর
আমিতো মেতে রবো আমাতে।
যে আমিকে পেয়েছি হারিয়ে তোমাতে।

এতো চির সত্য, যা জেনেছি আমি
যা কিছু খোঁজার, পাওয়ার, হারানোর, সবই আমার মাঝে!
বাহিরে যাই হোক, বা না হোক, তাতে কি
যে মত্ত হয় আপনাতে তার তরেই তো মহান প্রেমোময় বিরাজে।

সদা সর্বদায়, যে মগ্ন রয় আপন হৃদে গড়া আপন প্রতিমায়
সে মূর্তি প্রভু স্বয়ং দয়াময়, উদ্ধারিছে আমায়।
আমিতো তোমাকে আর আমাকে আলাদা করতে পারিনি
হারিয়েছি হয়ত নিজেকে তোমার মাঝে,
আমি হয়েছি তুমি, অথবা তুমি হয়েছ আমি।

আমরা গড়েছি আমাদের অনিন্দ্য স্বপনপুরী
যেথা মহানন্দে সদা আমরা ভাসি প্রেম-বারি স্রোতে
এইতো আমাদের অভ্যন্তর
যেথা পৌঁছেনা বাহিরের যত জঞ্জাল, যত হাহাকার।
এখানে কোনো খবর নেই বাহির হতে ভেতরে পৌঁছানোর –
ভেতর থেকে বাহিরে আনার।

ভেতরে আমি উন্মত্ত মহা প্রেমোন্মত্ততায়
বাহিরে আমি বেখবর সকল খবর হতে।
এ আমার মহাপ্রেম, যা ভেতরে সরব, বাহিরে নির্বিকার।
আসলে আমি উন্মত্ত, এমন উন্মত্ত যে ধার ধারিনা কোনো খবরের
আসলে কোনো খবর নেই।
যা থাকার আমাতেই চিন্ময় রূপেই বর্তমান
যা তোমাতেই মূর্তমান।
আমি তোমাতেই প্রভু বর্তমান।

রচনাকাল – 14/10/2016

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles