কবিতা – রুদ্রবীণা

লাবিব মাহফুজ

কালের কুঞ্জিরে বাধিলাম আজিকে
নয়ন পুঞ্জে মোর,
আমি হেরী অপলক মোর অশ্রু অতলে,
উদাস চিত্ত-পুর।

আজি নীল পাথারের নিকষ কালো
শঙ্কিত করিল মোর হিয়াতল,
আমি দিশেহারা আজ রক্ত সিন্ধু তীরে
অন্ধকার, শুনি, ক্রন্দনও রোল।

আজ দানব দানবী প্রভুর আসনে
নিপীড়িত সব শান্তির দূত,
আজ নিমেষের ভোগ, মুহুর্তে জয়ী
ধর্মের বুকে করে পদাঘাত।

সবখানে আজ হিংসা নিন্দা
রিপুর জয়-জয়কার,
নিত্য বন্দী আজ মিথ্যার কারাগারে
বদাত্মা শক্তিধর।

ক্রন্দসী প্রাণ আজ বিধির দুয়ারে
হতাশার সিন্ধু তীরে,
আজ সত্যের যত অগ্রপথিক
মার খেয়ে যে সব মরে!

আজ ত্রস্ত শিবের ত্রিশুল লুটালো
অভিমান ভরা পথে,
জগৎ আজিকে অসার শূলজ্বালা
অশিব দেদার সওয়ারী রথে।

আজি অসুর, দানব মহাবাহু বেশ
অশিব নাশিনীর মৌনী রূপ,
দশভুজা আজ পূজায় মাতোয়ারা
খঞ্জর চক্র ত্যাজি রয়েছে চুপ।

রুদ্র আজ শুদ্র রূপে মহা হাহাকারে
তূর্য নিনাদ ত্যাজিয়া মৃতপ্রায়,
আজ উজল ধরারে ব্যাকুল করেছে
পশু, পাশবিক হিংস্রতায়।

যেদিকে তাকাই বিনাশ লীলা
মিথ্যার মহামারী,
আজ পিশাচ, ভন্ডের যাঁতাকলে দেখ
পাতালে স্বর্গপুরী।

আজি কংস কারা ছেয়েছে ধরা
লেলিহান অগ্নির হাতছানি,
রিপুর রাবণের বন্দী আজ সীতা
জীবনে বাজিছে শশ্মানধ্বনী।

মৌনী বিধাতা ধ্যানমগ্ন আজ
ছাড়িছে সরোষে জিহাদের বেশ,
আজ সুন্দর সকল অসহায় রূপে
ছিড়িছে টানিয়া আপনার কেশ।

আজ অভিমানী বড়ো জীবন স্বামী
নিশ্চুপ, ত্যাক্ত প্রাণে,
তাই রোষভরে সে বাজাইছে ঢাক
মাদল, ধ্বংস গানে।

আজি ধরার এ রূপ, এমনি কাতর
এমনি শ্রান্ত প্রাণ নিশান,
কবে আসিবে ধরায় মুক্ত মধুর
শক্তি ভরা অগ্নি বাণ?

আসিবে কি সে শান্তিদূত
উর্ধ্বে যাহার তূর্য নাদ,
যার রক্ত আঁখীর দীপ্ত তেজে
দুর্যোধনের প্রাণ প্রমাদ!

প্রতিক্ষা মোর উঠুক জেগে
দনুজ’দলনী সব প্রাণে,
ইস্রাফিলের প্রলয় ধ্বনী
বাজুক ধরার সবখানে।

জ্বলে পুড়ে যাক পুরাতন যত
মিথ্যাচারের দূর্গপুর,
মহাকাল আজ হউক বিধৌত
পান করে অসুরের রক্তসুর।

দূর্বীনিত সব মহাতেজার আজ
প্রলয়ঙ্কর হস্ত পরে,
সকল কলুষ পুড়ে ছাই হোক
কাল শশ্মানের রিক্ত দ্বারে।

নিত্য অভেদ সত্য সুন্দর,
জাগুক ধরা পূর্ণতায়,
সকল প্রাণে থাকুক জাগি,
পরম প্রভু সর্বদায়।

রচনাকাল – 01/10/2018

আপন খবর