লাবিব মাহফুজ
সে তো আসে শরতে, নির্মল সমীরে
বসন্তের প্রতি কচি পাতায় পাতায় –
তাহারই রঙ, রূপ, খেলা করে যায়
শিউলী, হাস্নাহেনা, দোলন চাঁপায়!
তাহারই প্রকাশ নব কিশলয়ে, নব কড়ি মঞ্জীরে।
সে তো আসে বরষায় মেঘের রথে চড়ে
বাদলে, রিমিঝিমি, শীতল পরশে –
সে আসে সহসা, সমীরে, সরোষে
আকাশে শুভ্র মেঘের খেয়ায় ভেসে!
তারই আগমনী ধ্বনি, বরষণে, গুঞ্জরে।
আর আগমনী সুর বাজে সকল সুরে
আসে নিশিথে সে চাঁদের বাতি জ্বেলে –
তারার জোনাকীতে আধার চাঁদোয়া মেলে
সে আসে ফুলে, ফলে, প্রাণ শতদলে!
বিহগ, বিহগী সুরে, পারিজাত কুঞ্জরে।
আগমনী গান তার সকল সুরে সুরে, বাজিছে জগৎ ব্যাপি
তাহারই রূপ আজ উঠিয়াছে ফুটি, জগৎ সংসার ছাপি।
স্বাগত- হে নিত্য, তব আগমন –
শাশ্বত হউক, চিরকালের তরে, তব অনন্ত মহিমা গান।
রচনাকাল – 08/10/2017