গওহার আলী শাহ চিশতী রচিত ‘জ্ঞান সংগীত’ পুস্তক হতে সংকলিত
এই চক্ষে দেখতে পায় না খোদাকে
জ্ঞানের আঁখি খুলবে যেদিন,
সেদিন পাবে নিকটে।
সর্বশক্তি সে জ্ঞানময়, জ্ঞানেতে হয় তাঁর পরিচয়
আরাফতা রাব্বি বায়না রাব্বি,
আলির কওল মিথ্যা নয়।
বলিয়াছে শেরে খোদা, খোদার চক্ষে দেখি খোদা
যে জনা রয়েছে জুদা,
সেকি পাবে তাহারে?
চিনবে যদি কেহ তাঁরে, ঢোর, খোঁজ আপন ঘরে
তাঁর সৃষ্টি দেখো নেঘা করে,
সৃষ্টি তাঁর নমুনা রে।
এই চক্ষেতে চক্ষু তাঁরি, এই দেহেতে খোদ কাছারি
বসে করে কারিগরি,
আপন আসনে রে।
আরশ কুরছি লৌহ কলম, আঠার হাজার আলম
এই ভেদ যার হয়েছে মালুম,
সেই চিনেছে তাঁহারে।
সর্বব্যাপী পরাকাশে, আরশ কুরছি নিয়ে আছে
হযরত গওহার বলে যাও সে দেশে,
চিনতে যার বাসনারে।