অনুবাদ – ভালোবাসার চল্লিশ নিয়ম 7&8

পর্ব ০৭ এবং পর্ব ০৮ একত্রে
ভাবানুবাদ – লাবিব মাহফুজ

পর্ব ০৭
প্রভুসন্ধানে ব্যাপৃত মানব মন স্বভাবতই জাগতিক ভাবে নিশ্চল ও নির্বিকার, কিন্তু পরমপ্রাপ্তির পথে সে হয়ে উঠে দুরন্ত, চঞ্চল, উন্মাদনাময় ও অধৈর্য। প্রভুদর্শনের পথের প্রক্রিয়াগুলো তাঁর হৃদয়ের আকুলতার দ্বারা হয়ে ওঠে দ্রুত থেকে দ্রুততর।

ধর্মজগতে আপনত্বে ঈশ্বরানুভূতি বা পরমের উপস্থিতির অনুভব’ই ধার্মিকের পরম প্রাপ্তি। যেখানে নিজেকে প্রভু নামক দরিয়ার মধ্যে অনুভূত হয় এক বিন্দু জলরূপে। অথবা কখনো কখনো হারিয়ে যায় সে অনুভূতিটুকুও। থাকে শুধু আদি অন্তহীন এক শাশ্বত আনন্দ। সদানন্দ, চিদানন্দ বা পরমানন্দ। এ পথ শুধু প্রেমের। প্রেম ও হৃদয়ের অনুরাগ দ্বারা বিনির্মিত হয় এ পথ।

আল্লাহপ্রাপ্তির পথে আবশ্যক কর্মপক্রিয়া গুলোর জন্য যা যা প্রয়োজন তাতে সচেষ্ট হতে হবে। কাঁটার সাথে গোলাপ ও রাতের সাথে প্রভাতের যেমন প্রাসঙ্গিকতা, তেমনি অনুরাগ সাধনা ও প্রভুদর্শনের পরস্পর সম্পৃক্ততা। হে পথিক, প্রস্তুত হও পথের সামগ্রিক প্রয়োজনের জন্য।

অর্ধচন্দ্রাকার চাঁদ পূর্ণ হতেই সময় লাগবেই। তেমনি অনুরাগ দ্বারা ধীরে ধীরে নির্মিত হবে প্রভু। সে প্রভুতে নিষ্ঠাবান হও।

তোমার প্রভু নির্মিত হবে তোমার হৃদয়েই।

পর্ব ০৮
বিশ্বাস কে আজীবনের জন্য চিরসঙ্গী করে নাও। যাই হোক না কেনো, প্রভু তো রয়েছেন। কেনো ভয় তোমার? বিদায় জানাও সমস্ত হতাশাকে। জেনে রেখো, হতাশাই তোমাকে অনুপযুক্ত করে তোলে অনন্ত সুখ থেকে। তোমার পারিপার্শ্বিক অবস্থা যত কষ্টকর-ই হোক না কেনো – হতাশ হোয়ো না। যদিও বন্ধ হয় সমস্ত দরোজা- উত্তরণের এমন একটা পথ তো রয়েছে, যা প্রভু উন্মুক্ত করবেন!

কৃতজ্ঞ হও। তব হৃদয় যদি হয় নিবেদিত ও সমর্পিত, তবে কৃতজ্ঞতা হবে তোমার সর্বক্ষণের সঙ্গী। এমন কিছু যা তুমি পাওনি- তার জন্য অকৃতজ্ঞের মতো আচরণ কিভাবে করবে, যেখানে তুমি না চাইতেই পেয়ে গেছো- এমন পুরষ্কার ঢের বেশি!

বরং- সুফি তো তিনিই যিনি কিছু পেতে নন, বরং হারাতে চান সব। দেয়া হোক, এমনটা চান না কোনো সুফি, তারা চান তাদেরকে বঞ্চিত করা হোক। কারন সুফি তো অখন্ড ও পূর্ণ মানব, যেখানে তাঁকে দেয়ার আর কিছু থাকে না। একজন সুফি কৃতজ্ঞ এ জন্যেও যে, তাকে অস্বীকার করা হয়েছে বা বঞ্চিত করা হয়েছে।

আপনাতে পূর্ণ হও।

আপন খবর