পর্ব ০৯ এবং পর্ব ১০ একত্রে
ভাবানুবাদ – লাবিব মাহফুজ
পর্ব ০৯
প্রভু সন্দর্শন এমন একটি প্রক্রিয়া, যেখানে শুধু প্রভুতেই নিবিষ্টতা বজায় রেখে নিরন্তর তার ধ্যানে নিজেকে ব্যাপিত রাখতে হয়। মনন ও চিন্তন থেকে ঝেড়ে ফেলতে হয় প্রভু ব্যাতিত সমস্ত কিছুকে। তবেই হৃদয়ের একক অধিশ্বর তার আপন মহিমা নিয়ে প্রস্ফুটিত হয়ে উঠে আশেকের ভিতর বাহিরে তথা সর্বময়।
উত্তর দক্ষিন বা পূর্ব পশ্চিম নয়, প্রভু প্রাপ্তির জন্য সালেক’কে নির্ধারন করতে হয় একটি অভ্রান্ত দিক, যে দিকে বিরাজ করে মহান খোদাতায়ালা। পৃথিবীর দিক গুলো তো আপেক্ষিক বা পৃথিবীকেন্দ্রিক। আর ঈশ্বর যে দিকে বিরাজ করেন সে দিকটি শাশ্বত, চিরন্তন। তিনি কোনো দিক বা দিকসমুহে আবদ্ধ নন। সমগ্রতা ব্যাপী তিনি অধিষ্ঠিত। তাই তার দিক বা আধার সম্পর্কে জানতে পারলে জগৎসমুহের আর কিছুই জানার বাকী থাকে না।
অন্য কোনো দিকে নয়, তোমার চেহারা কে ফিরিয়ে নাও একমাত্র প্রভুর দিকে যিনি সর্বদিকে এবং দিকের উর্ধ্বেও বিরাজমান। যদি তুমি নিজেকে মেলে ধরতে পারো প্রভু স্বানিধ্যে, এবং ভ্রমন করতে পারো সে মহিমান্বিত প্রভুর সন্নিধানে, তবে ব্রহ্মান্ড টাই হবে তোমার, আর পৌঁছে যাবে মহান খোদাতায়া’লার নূরময় অনন্ত মহাপ্রেমের অমর লোকে।
তোমার যাত্রা নিশ্চিত করে নাও একমাত্র প্রভুর দিকে।
পর্ব ১০
প্রতিটি জন্মের জন্যই প্রয়োজন তীব্র থেকে তীব্রতর বেদনা। ধাত্রী ভালো করে জানে যে, ব্যাথা বিহীন সন্তান জন্ম হয় না। নতুন নির্মাণের জন্যও প্রয়োজন তেমনি বেদনা।
তোমার ভিতরে জন্ম দিতে চাও নতুন আত্মাকে? স্বীকার করে নাও জন্মের জন্য আবশ্যক বেদনাকে। নবজন্ম এক একটি বেদনাময় পরিনতি যেখানে তোমার অস্তিত্বশীল বর্তমান কে মৃত তে পরিনত করে ভেতরে জন্ম দিবে একটি নতুন প্রাণ, যে প্রাণ অনন্তে প্রতিষ্ঠিত হবে বিশ্বপ্রাণে তথা বিশ্বআত্মায়। প্রেমের আনন্দ তো সেখানেই কার্যকর যেখানে রয়েছে বিরহের বেদনা।
ব্যাথাগুলো সবসময় খুলে দেয় নবজন্মের দুয়ার। ব্যাথাভোগেই প্রাণ উপস্থিত হয় সৃষ্টির সকাশে। নবসৃষ্টি সব সময়ই নবরুপে উদ্ভাসিত হয় ব্যাথাভোগের ফলে। তাই প্রাণ কে নবরুপে রুপায়িত করতে হলে ভোগ করতে হবে সাধনার জ্বালা যন্ত্রনা বা ব্যাথাকে। নিজেকে পরিনত করতে চাও মহামানবে? মেনে নাও নির্মাণের জন্য নির্মিত হওয়ার বেদনাকে।
মাটিকে শক্তিশালী হওয়ার জন্য যেমন তীব্র তাপের দহন জ্বালা ভোগ করতে হয়, ঠিক তেমনি মানুষ থেকে মহামানুষ হওয়ার জন্য তোমাকেও ভোগ করতে হবে সাধনার কষ্ট। প্রেম তো কেবল সিদ্ধ হয় বেদনায়।
প্রেমের বেদনাকে ধারণ করো আপনত্বে।