লেখক – লাবিব মাহফুজ চিশতী
মৃত্যুকে জয় করা তথা নিত্যধামে অধিষ্ঠিত হওয়ার পয়গাম নিয়ে আমাদের মাঝে আসে রমজান। মানবীয় সত্ত্বা হতে সকল কলুষতা, নোংরা তথা পাপপ্রবৃত্তিসমুহকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে, নিজেকে খাঁটি করার সাধনাই রমজানের সাধনা। জীবাত্মার গুণ-খাছিয়তে আমরা নিয়ত আবদ্ধ। এই বন্দীদশা থেকে মুক্তির অপর নাম রমজান। আপন কুস্বভাব গুলোকে বিতাড়িত করে প্রভুগুণে গুণান্বিত হলেই কায়েম হবে ইনছানিয়াত- যেখানে রমজানের স্বার্থকতা নিহিত। প্রভুগুণে গুণান্বিত হলেই আমরা পৌঁছে যাবে চির শান্তির, চির মুক্তির, অমর প্রেমের ধামে তথা স্থিত হবো লা-মউতে। সফল হবে মানব জনম।
আমরা প্রভুগুণের চাদরে আবৃত হয়েই জগতে আসি। এখানে এসে রিপুনিচয়ের তাড়নায় বিস্মৃত হই সে মহিমাময়ের অপার প্রেম মাহাত্ম্যকে। বিচ্যূত হই নিত্যময়তা থেকে। মূলত সায়েম যিনি, তিনি কঠোর সাধন-প্রক্রিয়ার মধ্য দিয়ে পূনরায় স্বভাবিত হন প্রভু স্বভাবে। ফিরে পায় তার হারানো সেই ‘আমি’ কে। নিজেকে ফিরে পেলেই আসে সেই মহিমান্বিত রজনী – যখন নাযিল হয় ঐশী প্রেরণালোক। নিজেকে ফিরে পাওয়াই হলো ইদ পূণর্মিলনী।
যারা ফিরে পেয়েছেন নিজেকে তথা লাভ করেছেন আপন পরিচয় জ্ঞান এবং স্থিত হয়েছেন পূর্ণতায়, তাঁরাই ওলী মুর্শিদ বা গুরু। তাঁরা নিজেকে ফিরে পাওয়ার এ শাশ্বত বার্তা পৌঁছে দিচ্ছেন ঘুমন্ত মানুষদেরকে। গুরু চরণে নিজেকে আহুতি দিলেই, নিজের সর্বময় গুরুসত্ত্বার তথা গুরুগুণের জাগরণে আসবে কাঙ্খিত ইদ-আনন্দ।
“আপন খবর” লাভ করাই রমজান তথা সিয়াম সাধনার মূল কথা। ‘আপন খবর’ প্রাপ্তির মাধ্যমে সকলেই যেনো পৌঁছতে পারি অমর লোকে। প্রভুগুরু সকলের সহায় হোন।
রচনাকাল – 08/11/2017
লেখক – লাবিব মাহফুজ চিশতী