লেখক – লাবিব মাহফুজ চিশতী
1. সৎসঙ্গের মাধ্যমেই মন ভগবৎ প্রেমের উপযুক্ত হয়।
2. মহাপ্রভুর সমীপবর্তী হতে হলে মহাপ্রেমভাবে অবিরাম প্রার্থনা করো, ‘হে প্রভু, আমাকে তোমার করে নাও’।
3. ধর্মের একটা খোলস থাকে, বাইরে। যেখানে এক একজন দেখতে পায় এক একটা রং, এক একটা পথ। পথ যতটা অগ্রসর হওয়া যায় ততটাই কমতে থাকে বহুত্ববোধ। একটা পর্যায়ে এসে সব মিলিত হয় এক মোহনায়। বহুত্ব পরিণত হয় একত্বে। তখন আর কোনো বিভেদ থাকে না।
4. অনুভব করো নিজের বন্দীত্বকে। তোমার চতুর্দিকে দেয়াল। লোভ, লালসা, কামনা, বাসনা, সকল রিপুই তোমার চারপাশে দাঁড় করিয়েছে অসংখ্য বন্ধন। মুক্ত করো নিজেকে সকল বন্ধন হতে।
5. তোমার বিবেক তোমাকে পরম সত্যের পথে আগাইয়া দিবে। তুমি শুধু বিবেকের কথা শুনিতে চেষ্টা করো।
6. যাহার কন্ঠে তোমার আত্মার কথা, তোমার বিবেকের কথা বাজিয়া উঠে, তুমি কেবল তাহার কথাই শ্রবণ করো।
7. পথিকই জানে পথের ক্লেশ কতটা আনন্দের!
8. নিজেকে নীচ ভাবা তোমার আত্মাভ্যন্তরে বাস করা পরমাত্মারই অপমান।
9. আমরা সকলেই সত্যকে ধারণ করি। কেউ জ্ঞাত হয়ে, কেউ অজ্ঞাতে। জ্ঞাত হয়ে তথা সত্যের স্বরূপ উপলব্ধি করে সত্যকে ধারন করা মানেই সত্য সংরক্ষণ করা।
10. বন্ধুত্ব তো তখনই হয় যখন দুজনার স্বভাবে মিলন হয়। এখানেই দুজন পরিণত হয় একজনায়।
লেখক – লাবিব মাহফুজ চিশতী