বাণী – চিরমুক্তির দ্বার

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1. এ জগৎ সংসার তো তাহারই প্রেমপূর্ণ ইচ্ছার বহিঃপ্রকাশ। নিজেকে সঁপে দাও সে অনন্ত প্রেম পারাবারে। অবগাহন করো প্রভুর প্রেম সমুদ্রে।

2. যখন প্রেমময়ের প্রেমে তোমার অভ্যন্তরে একটি ভাবরাজ্যের জন্ম হবে, এবং সে ভাবজগত তোমাকে ক্রমশ আকর্ষিত করবে তোমার আত্মার অভ্যন্তরে, তখনই বুঝতে পারবে যে, তুমি ধীরে ধীরে অগ্রসর হচ্ছো অনন্ত মুক্তির পথে।

3. চিরমুক্তি লাভ মানেই দয়ালকে লাভ। তাকে পাওয়াই চূড়ান্ত পাওয়া।

4. সরল প্রাণে আকুল হয়ে কেঁদে কেঁদে দয়ালের কাছে দয়ালকেই প্রার্থনা করা, দয়ালকে লাভ করবার এইতো পথ!

5. পথিকের মানসিক অবস্থান বা আত্মিক পরিশুদ্ধতাই নির্ধারন করে দেয় পথের দূরত্ব।

6. যার সাথে বন্ধুত্ব করতে চাও, তার স্বভাবে নিজেকে স্বভাবান্বিত করো।

7. অন্যের বুকে লাথি মারা আর নিজের বক্ষস্থিত পরমাত্মাকে লাথি মারা একই কথা। সেই এক পরমাত্মাই তো সকলের বুকে বুকে বিরাজ করে।

8. আত্মার অবমাননার ফলেই আমরা রিপুর দাসত্ব করি।

9. আমাদের সকলের প্রাণে সে একই প্রাণেশ্বর, সকলের রাজ্যে সে একই রাজ্যেশ্বর, তবে কেনো আমাদের এ বিভেদ?

10. ভীরুতা আসে হৃদয়ের মলিনতা থেকে। স্বচ্ছ হৃদয় সবসময়ই সাহসিকতাপূর্ণ।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর