আপন ফাউন্ডেশন

বাণী – অন্তরের অন্তরতমস্ত

Date:

Share post:

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1. এক মানুষে যখন বিশ্বমানবের অধিকার স্বীকৃত হয়, তখনই প্রতিষ্ঠিত হয় বিশ্বপ্রেম।

2. মহিষের মতো কাঁদায় আবদ্ধ যার মন, সে কি করে উপভোগ করবে আকাশের অনন্ত নীল? ত্যাগের যে কি সুখ, তা ভোগী কি করে জানবে?

3. প্রাণের শতদল তখনই পরিপূর্ণ প্রস্ফুটিত হয় যখন পূর্ণ সমর্পিত হয় মন।

4. তুমি নিজেকে কতটা বিলিয়ে দিতে পারো, এটাই প্রমান করে তুমি কতটা মহৎ।

5. নিজেদের তৈরী আমাদের এ জিন্দানখানায় আজ ধ্বংসস্তুপের পাহাড়। মহাশ্মশান আজ আমাদের প্রতিটি দেহ। আবশ্যক নব জাগরণের। জীবনের জাগরণ।

6. প্রতিটি মানুষই একটি বিশেষ প্রতিভা নিয়ে জন্মগ্রহন করে। যার বিপরীত স্বভাবটি বড়ই বেমানান।

7. প্রতিটা মানুষে বিরাজিত তার স্ব-প্রতিভাকে অমূল্যায়ন করাই মানুষের সবচেয়ে বড় অমর্যাদা।

8. নদী শুকিয়েই নিজেকে প্রস্তুত করে পরবর্তী বর্ষার জন্য। মহৎ কিছু ধারণের জন্য তুমিও প্রস্তুত হও নিজের স্বকীয়তাকে শুণ্য করে।

9. হে আমার প্রাণের সারথী! আমার হৃদয়ের বনবীথি কুঞ্জে সর্বক্ষন গেয়ে যাও তুমি প্রাণ উজ্জীবনী গান। আমাদের সকল হতাশাকে তোমার সুরের মুর্ছনায় ভরিয়ে তোলো প্রাণ-প্রাসাদে।

10. সংখ্যাগরিষ্ঠতা আমাদের জন্য নয়। বুদ্ধিতে যারা আড়ষ্ট তারাই সংখ্যাধিক্যের উপযুক্ত। আমাদের প্রজননযন্ত্র যেনো সদায় জন্ম দেয় জ্ঞান ও বিবেকের অমৃত সন্তান।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles