লেখক – লাবিব মাহফুজ চিশতী
1. প্রাণ-প্রাচুর্যই আমাদের প্রাণপ্রসাদ। যা সকল ধনের মধ্যে সর্বোত্তম।
2. সেই যথার্থ স্রষ্টা যিনি তার সৃষ্টির মাঝে নিজেকে পূর্ণরূপে প্রস্ফুটিত করতে পারেন।
3. নদীর লক্ষ্য সাগরে মেশা। এ লক্ষ্য পূরণের জন্য সে মরিয়া হয়ে ছুটে চলে। চলার পথে যদি দুচারটি সভ্যতা ধ্বংস হয়েও যায়, নদীর তাতে কিছুই যায় আসে না। উদ্দেশ্যের পানে নদীর মতো ছুটতে শিখো। তবেই তুমি সফল হবে।
4. সুন্দরের উপাসনা, যিনি সুন্দর তিনিই করতে পারেন।।
5. তোমার সাধনা হোক তোমার সুন্দরের জন্য, তোমার অর্চনা হোক তোমার দেবত্বের জন্য। তোমার হৃদয়কে প্রস্ফুটিত করো তোমার জন্য।
6. অন্তরতমস্তকে অন্তরেই খুঁজো। তিনি সেখানেই বিদ্যমান।
7. তুলিতে আঁকা বা স্বপ্নে দেখা দেবতা যত সুন্দরই হোক, প্রকৃত সুন্দর তো সে দেবতা যিনি নির্মিত হন চোখের জলে।
8. কোনো অলীক শক্তি বা কোনো পরাবাস্তব কেউ কখনোই আমার দেবতা নন। আমার দেবতা তিনিই যিনি নির্মিত হন আমার ভালোবাসার দ্বারা।
9. মানব হৃদয়ের কনক-দেউলেই বিরাজ করে সে অনন্ত মহিমা। সুতরাং মানব হৃদয়ই একমাত্র তীর্থস্থান।
10. মসজিদ মন্দির দুই-ই মানুষের বিশ্বাসকে শোষন করার প্রধান দুই কারখানা।
লেখক – লাবিব মাহফুজ চিশতী