লেখক – লাবিব মাহফুজ চিশতী
1. যদি উদ্ঘাটন করতে চাও বিশ্বরহস্য, আগে হৃদয়ঙ্গম করো মানব রহস্য।
2. দেহ পৃথিবীর প্রতি পরতে পরতে লুকায়িত বিশ্ব রহস্যের অনন্ত ভান্ডার। বস্তুজ্ঞান তথা দেহজ্ঞানে উপলব্ধি করতে হবে সত্ত্বাজ্ঞান তথা রুহজ্ঞানের মহত্ত্ব।
3. অখন্ডকালে চির বর্তমানে স্থিত আহলে বাইয়াত যখন অধিষ্ঠিত হবে মানব সত্ত্বায়, তখনই প্রতিষ্ঠিত হবে তাওহীদ।
4. আল্লাহর প্রকাশ্য রূপটিই এই মানব রূপ।
5. জ্ঞান-প্রেম-ভক্তির ধারাবাহিকতায় পৌঁছতে হয় অনন্ত নূরের খাসমহলে।
6. মৌলবাদী তারাই যারা নিজেকে না চিনে, আপনত্বে বিরাজিত অনন্ত মহত্ত্বের খোঁজ না করে, অনুমানে আল্লাহ ধারণায় মত্ত।
7. জাত ও সিফাতের মিলন মোহনাই হলো এ মানুষ। যেখানে নূর সেতারার উজ্জীবনেই মানবাত্মার পূর্ণতা।
8. অনন্ত মোহাম্মদী রূপ তথা এ মানব রূপকে কায়েম বা প্রতিষ্ঠিত রাখাই মানুষের এবাদত।
9. নূর সেতারায় যখন প্রতিষ্ঠিত হয় রুহ ইনসানী, তখনই মানব সত্ত্বায় বিরাজিত প্রভুসত্ত্বা সক্রিয় হন।
10. আত্মাকে জড় জগতের বন্দিদশা থেকে নূরময় সিফাত জগতের আলোকধারায় নিয়ে আসাই মানবের অভিষ্ঠ সাধনা।
লেখক – লাবিব মাহফুজ চিশতী