বাণী – মানব ধর্ম

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1. যে সমস্ত মহামানবগণ পরকাল প্রাপ্ত হয়েছেন তথা জগৎসমুহের বন্ধন হতে মুক্ত হয়ে পবিত্র আত্মায় স্থিতি লাভ করেছেন, তারাই কামেলে মোকাম্মেল বা পরিপূর্ণ পূর্ণতাপ্রাপ্ত।

2. বিশ্বের সকল মানুষই এক মানুষের বাহ্যিক রূপসমুহ।

3. সমস্ত পূতঃপবিত্র ব্যক্তিগণকে এক রূপে প্রত্যক্ষ করার মধ্যেই রয়েছে তাওহীদ বা একত্ব। যে একত্ব প্রবাহিত হয় এক প্রভুর এক রূপ বিকাশে।

4. আল্লাহকে প্রত্যক্ষ করে, আল্লাহর অনুমতি সাপেক্ষে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করাই ধর্ম।

5. আল্লাহর অখন্ড একক রূপ মানুষ। তাই আল্লাহকে ভালোবাসতে চাইলে ভালোবাসতে হবে মানুষকেই। মানুষ ব্যাতিত আল্লাহকে যেখানেই সাব্যাস্ত করা হবে সেখানেই প্রতিষ্ঠিত হবে শয়তানবাদ বা মোল্লাবাদ।

6. ঈমানদার হওয়া বা ঈমান আনয়ন করা মানেই নিজেকে চেনা। যেহেতু মানব স্বরূপই প্রভুরূপ, সেহেতু নিজেকে পরিপূর্ণ প্রত্যক্ষ করার মধ্যেই পূর্ণ বিশ্বাস বা ঈমান।

7. বেহেশতী তারাই যারা নিত্য পরকাল প্রাপ্ত। পরকাল কে খন্ডিত চেতনায় দূরে সরিয়ে রাখলে মানব সত্ত্বায় পূর্ণতা অসম্ভব।

8. সৃষ্টিব্যাপি বিরাজিত এক অজুদ, এক সত্ত্বা, যাতে কায়েম থাকাই মানব ধর্ম।

9. রহস্য জগতের দ্বারোৎঘাটন হলেই জানা যাবে সমস্ত মানুষ এক, এক মোহাম্মদী সুরত।

10. আধার বিন্দুরূপ অস্তিত্ব থেকেই উৎসারিত মহাসৃষ্টি।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর