লেখক – লাবিব মাহফুজ চিশতী
1.
অনন্ত সম্পদে ধনী
মানব সত্ত্বায় প্রাণ,
যার একক মনের নূরের ধারায়
উজল ধরা বহমান।
2.
নির্মাণ করো তব জীবন প্রদীপ
আধারের হোক অবসান,
তাকাও আপন স্বরুপ পানে
খুলিয়া ধ্যানের চেতন নয়ন।
3.
মানবের সাথে অনন্তে বিরাজে
মহান প্রভু প্রেমময়,
আপন স্বরূপে দেখো আছে মিশে
তাকাও আপন পানে ত্যাজিয়া সংশয়।
4.
চোখ বুজে তুমি আর কতকাল
বিসর্জিবে প্রাণের আপন ধন,
চেয়ে দেখ তোমার মানব সাগরে
বিরাজিছে পদ্মধারী অনন্ত মহান।
5.
মানুষ এক, অভিন্ন প্রভু
একান্ত সব সৃষ্টিতে,
মানব স্বরূপ গহীন সাগরে
একক মানব প্রাণেতে।
6.
যবে নয়ন তারা কাটায় হেরিবে
সৌম্যকান্তি রূপ গোলাপ কুসুম,
মোর প্রাণের প্রতিক্ষা তখনই পোহাবে
সদায় সর্বস্থানে হেরিবো পরম।
7.
যমরাজ প্রাণে যবে হানিবে আঘাত
মরণ শমন মোর শিয়রে আসীন,
তখনও তব রূপ স্বরণে মাতিয়া
নাচিব গাহিবো তব স্তব গান।
8.
প্ররম প্রভুর দুয়ারে যে প্রাণ
চরম কৃতজ্ঞ রূপে রয়েছে বসে,
তার জীবনও নদীর তীর কানায় কানায়
পূর্ণ হবে প্রেম ভক্তি রসে।
9.
প্রভুর মধূর তান হৃদয়ে বাজে
সতত, শব্দহীন, অনন্ত সুরে,
সদায় মাতাল প্রাণ সে সুর সুধা
শুনিতেছে আকুল হয়ে, হৃদয় মঞ্জরে।
10.
জগতের প্রতি রূপে একই স্বরূপ
আদি অন্ত, সর্ববৃন্তে, তারারি প্রকাশ,
সকল প্রদীপ মাঝে একই আলো
তেমনি অসীম হয় সসীমে প্রকাশ।
লেখক – লাবিব মাহফুজ চিশতী