আপন ফাউন্ডেশন

আপন ফাউন্ডেশন

সুফি সেবামূলক প্রতিষ্ঠান

আপন ফাউন্ডেশন এবং ফাউন্ডেশনের সকল কার্যক্রম সম্পূর্ণরূপে বিজ্ঞাপন মুক্ত। আমাদের সাথেই থাকুন।

সুফি বিষয়ক সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান

আপন ফাউন্ডেশন

প্রতিষ্ঠান ০১

সুফি ভাবনার কাগজ / মাসিক পত্রিকা

আপন খবর পত্রিকা

প্রতিষ্ঠান ০২

সমন্বিত খামার প্রকল্প

আপন এগ্রো ফার্ম

প্রতিষ্ঠান ০৩

কার্যালয় : মালুচী বাজার, হরিরামপুর - শিবালয়, 1831, মানিকগঞ্জ।

আপন খবর

১. ‘আপন খবর’ পত্রিকা – (ত্রৈমাসিক) (সুফি ভাবনার কাগজ)। এশকে মাওলা চিশতীয়া দরবার শরীফ, কলতা হতে প্রকাশিত ও লাবিব মাহফুজ চিশতী সম্পাদিত।

২. সুফিবাদ চর্চা ও গবেষণা কেন্দ্র – (নিয়মিত গবেষণা পত্র প্রকাশ) সুফিবাদ বিষয়ক উন্মুক্ত সংগ্রহশালা ও চর্চাকেন্দ্র।

৩. আপন খবর সুফি পাঠকেন্দ্র – (সুফি বিষয়ক সকল ধরণের কিতাবের সংগ্রহশালা, জনসাধারণের জন্য বিনাশর্তে উন্মুক্ত)।

৪. আপন সংগীতালয় – (সুফি সংগীতের শিক্ষন ও প্রচার কেন্দ্র)

৫. প্রকাশনা ও সুফি বিষয়ক আর্কাইভ প্রদর্শনী (ক.পত্রিকা খ.বাৎসরিক স্মারকলিপি গ.নিয়মিত তথ্য ও দালিলিক লিফলেট ঘ.পুস্তক ঙ.অনুবাদ প্রকল্প ও সুফিবাদ কেন্দ্রিক তথ্যচিত্র/ প্রামাণ্যচিত্র/ স্থিরচিত্রের প্রদর্শনী।

৬. অনুষ্ঠানসমূহ – ফাউন্ডেশনের সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিক সভা, পাঠকেন্দ্র ও পত্রিকার পাঠক সমাবেশ, সুফি সচেতনতা বিষয়ক সভা সেমিনার, অন্যান্য।

৭. আপন সেবা প্রকল্প – সকল ধরণের সেবামূলক প্রকল্প (জনসেবা, সমাজসেবা, সুবিধাবঞ্চিতের সেবা, উন্নয়ন, অন্যান্য)।

৮. পুরষ্কার/পদক প্রদান – সুফিবাদে অবদানভিত্তিক পদক/পুরষ্কার প্রদান। (বাৎসরিক)।

৯. সম্মিলিত কার্যক্রম – সুফিবাদের প্রচার প্রসারে সম্মিলিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন। (আপন এসোসিয়েশন)।

১০. ইন্টারনেট ভিত্তিক সেবা কার্যক্রম – ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও গ্রুপ, টুইটার, ইনস্টাগ্রাম, অন্যান্য।

১. ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের সম্মিলিত সিদ্ধান্তই ফাউন্ডেশন পরিচালনার মূলনীতি।

২. ফাউন্ডেশন পরিষদের অনুদান; সদস্য ফি; প্রকাশনা বিক্রি সহ আগত সকল আয় একীভূত হয়ে ফাউন্ডেশনের সকল ব্যয় নির্বাহ হবে। আয়-ব্যয়ের নিয়মিত তথ্য হালনাগাদ করা হবে এবং মাসিক সভা ও বাৎসরিক সভায় প্রদর্শন করা হবে।

৩. সকল ধরণের প্রকাশনা নিবন্ধিত সকল সদস্যকে পৌঁছতে হবে।

৪. কার্যনির্বাহী পরিষদের সম্মিলিত সিদ্ধান্তে ফাউন্ডেশনের যে কোনো রদবদল সম্ভব। অবশ্যই মূলনীতি বজায় রেখে।

৫. বাৎসরিক সভায় সকল রিপোর্ট ও স্মারকলিপি পেশ করতে হবে এবং স্বচ্ছ কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে।

১. আমাদের একমাত্র লক্ষ্য সুফিবাদ তথা আধ্যাত্মবাদকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া। সুন্দর আধ্যাত্ম সমাজ নির্মাণ করা। মানুষকে সঠিক ধর্মবিশ্বাসের আওতায় নিয়ে আসা। ধর্মব্যাবসায়ী সহ সকল প্রতারক শ্রেণী হতে মানুষকে রক্ষা করা। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা। মানববাদের জয় সুনিশ্চিত করা। মানবধর্ম কায়েম করা।

যোগাযোগ : আপন ফাউন্ডেশন এবং ফাউন্ডেশনের সকল কার্যক্রম সম্পর্কে জানতে এবং আমাদের নিয়মিত মাসিক পত্রিকা সহ সকল প্রকাশনা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।