আপন ফাউন্ডেশন

সুফি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান

aponkhobor.com

ফাউন্ডেশনের সকল কার্যক্রম সম্পূর্ণরূপে বিজ্ঞাপন ও আর্থিক বিষয় হতে মুক্ত।

আপন খবর

কার্যালয় : কুশিয়ারচর, হরিরামপুর , 1831, মানিকগঞ্জ

আপন ফাউন্ডেশন

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান - লাবিব মাহফুজ চিশতী

১. ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের সম্মিলিত সিদ্ধান্তই ফাউন্ডেশন পরিচালনার মূলনীতি।

২. ফাউন্ডেশনে আগত সকল আয় একীভূত হয়ে ফাউন্ডেশনের সকল ব্যয় নির্বাহ হবে। আয়-ব্যয়ের নিয়মিত তথ্য হালনাগাদ করা হবে এবং মাসিক সভা ও বাৎসরিক সভায় প্রদর্শন করা হবে।

৩. বাৎসরিক সভায় সকল রিপোর্ট ও স্মারকলিপি পেশ করতে হবে এবং স্বচ্ছ কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে।

১. আমাদের একমাত্র লক্ষ্য সুফিবাদ তথা আধ্যাত্মবাদকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া। সুন্দর আধ্যাত্ম সমাজ নির্মাণ করা। মানুষকে সঠিক ধর্মবিশ্বাসের আওতায় নিয়ে আসা। ধর্মব্যাবসায়ী সহ সকল প্রতারক শ্রেণী হতে মানুষকে রক্ষা করা। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা। মানববাদের জয় সুনিশ্চিত করা। মানবধর্ম কায়েম করা।

১. সুফি ভাবনার কাগজ “আপন খবর” মাসিক পত্রিকা প্রকাশ।

২. সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক মাহফিল আয়োজন।

৩. পবিত্র মহররম উদযাপন পরিষদের আয়োজনে প্রতি বছর মহররম পালন

৪. ওরশে গরীবে নেওয়াজ (খাজার শিন্নি) উদযাপন

৫. আপন সংগীতালয় (সংগীত শিক্ষা ও চর্চা কেন্দ্র)

৬. নিয়মিত গবেষণা পত্র ও লিফলেট প্রকাশ প্রচার

৭. নিয়মিত অনলাইন কার্যক্রম পরিচালনা

১. ১১ সদস্য বিশিষ্ট ফাউন্ডেশন পরিচালনা মূল পরিষদ

২. ৭ আহ্বায়ক ও ৮ সাধারণ সদস্য বিশিষ্ট ১৫ সদস্যের সহায়ক পবিত্র মহররম উদযাপন পরিষদ

৩. ৫ সদস্যে বিশিষ্ট সহায়ক পত্রিকা সম্পাদনা সহকারি পরিষদ

01777 055160 (whatsapp, telegram). E-mail - aponkhobor@yahoo.com