অনুবাদ – ভালোবাসার চল্লিশ নিয়ম 25&26

পর্ব ২৫ এবং পর্ব ২৬ একত্রে
ভাবানুবাদ – লাবিব মাহফুজ

পর্ব ২৫

কুরআন এমন এক ঐশী গ্রন্থ যা অনুধাবিত হয় পাঠকের উপলব্ধির গভীরতার প্রেক্ষিতে। আমরা আমাদের চেতনার প্রগাঢ়তার দ্বারা নির্মাণ করি কুরআনের ভাব-ব্যাঞ্জনাকে। আমাদের উপলদ্ধির গভীরতা আমাদেরকে পৌঁছে দেয় কুরআনের অতল-গভীর সুমহান সৌন্দর্যে।

অন্তর্দৃষ্টি যার যত প্রখর, সে ততটাই মর্ম উদ্ধার করে কুরআন থেকে। প্রকৃত প্রেমিক জনা সেখানে খুঁজে পায় ঐশী প্রেমের বারতা। জ্ঞানী সেখানে খুঁজে পায় অনন্ত-অসীম জ্ঞান-রাজ্য। কুরআন ঠিক ততটাই বিভ্রান্ত এবং পথহারা করে একটি গন্ড-মূর্খকে!

অন্তর্দৃষ্টির চারটি স্তর রয়েছে। যার প্রথম স্তরটি হলো বাহ্যিক এবং সাধারণ। এ স্তরেই সন্তুষ্ট থাকে বেশিরভাগ মানুষ। দ্বিতীয় স্তর হলো গোপন তথা ভিতরের। অল্পসংখ্যকই সে স্তরের খোঁজ পায়। তৃতীয় স্তর আরো গোপন যা ঐশীমূলে প্রোথিত এবং চতুর্থ স্তরের গভীরতা এতটাই ব্যাপক যা বর্ণনাতীত ও দূর্বোধ্য। অন্তর্দৃষ্টির সঠিক ব্যবহারই কুরআন কে পঠিত করে তুলবে।

প্রখর করে তুলুন অন্তর্দৃষ্টিকে, ধরা দিবে কুরআন।

পর্ব ২৬

শাশ্বত এ জগৎ একটি একক সত্ত্বা। এক অখন্ড অস্তিত্ব দিয়ে ঘেরা এ জগৎ। এ অখন্ড সত্ত্বায় অবস্থিত সকল কিছুই একে অপরের সাথে সংযুক্ত। সত্ত্বা বহির্ভূত কিছুর অবস্থিতি নেই এখানে।

আমাদের চিন্তা সর্বদা সক্রিয়। নিরব আলাপচারিতায় মগ্ন আমরা। আমাদের চিন্তা কথা বা কর্ম সকল চিরকালের আয়নায় গচ্ছিত রয়ে যাচ্ছে। অনন্তের সংগ্রহশালায় জমা পরছে আমাদের প্রতিটি কথা। আমাদের জীবনযাত্রার সকল উপাদান ঠিকই আবার অনন্ত হতে ফিরে ফিরে আসবে আমাদের কাছে। সুতরাং, জীবন কে যদি সজ্জিত করি সৌন্দর্য দিয়ে, তাই আবার ফিরে পাবো আমরা।

আমরা জীবন পথে তখনি সফল পথিক হবো, যখন আমাদের আনন্দ ও যন্ত্রনা কে উপলব্ধি করতে পারবো সত্য ও সুন্দরের চেতনা দিয়ে। সেদিনই আমরা হবো অখন্ড কালের মানুষ, যেদিন একজন মানুষের কষ্ট আমাদের সবাইকে কষ্ট দিবে, একজন মানুষের আনন্দ আমাদের সকলের মুখে হাসি ফোটাবে।

আমাদের মহৎ উপলদ্ধি আমাদের জিবনকে মহৎ করে তুলবে।

আপন খবর