লেখক – লাবিব মাহফুজ চিশতী
গরীব গোরে দীপ জ্বেলো না
ফুল দিও না কেউ ভুলে,
শ্যামা পোকার না পোড়ে পাখ
দাগা না পায় বুলবুলে।
কবিতাংশটি সতেন্দ্রনাথ দত্তের অনুবাদ করা এবং নূরজাহানের রচিত বলে ধারণা করা হয়। মূল কবিতাটি ফার্সীতে লাহোরের শাহদারাবাদে অবস্থিত নূরজাহানের কবরের স্মৃতি ফলকে লেখা আছে।
নূর জাহান একজন মুঘল সম্রাজ্ঞী যাঁর পিতৃদত্ত নাম ছিল মেহের উন নিসা । ইনি মুঘল সম্রাজ্ঞী ও সম্রাট জাহাঙ্গীরের প্রধান মহিষী ছিলেন। একজন বলিষ্ঠ, সম্মোহনী ও উচ্চশিক্ষিতা নারী হওয়ায় তাকে ১৭শ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী নারী ভাবা হয় ।
জাহাঙ্গীর এর মৃত্যুর পর নুরজাহান লাহোরেই থেকে যান শেষ পর্যন্ত। অবশেষে বাহাত্তর বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই লাহোরেই।
কাব্য ও দর্শনের কোমলতা ও কাঠিন্যের জটিল সংমিশ্রণ, সুতীক্ষ্ণ বুদ্ধিমত্তা, সুগভীর কূটনৈতিক জ্ঞান, রাজনৈতিক দূরদর্শিতা ও মোহনীয় ব্যাক্তিত্ব তাকে মুঘল ইতিহাসে তো বটেই, সমগ্র ভারতবর্ষের ইতিহাসেই স্মরণীয় করে রেখেছে।
রচনাকাল – 25/08/2022
লেখক – লাবিব মাহফুজ চিশতী